লকডাউন মানতে বলায় পুলিশকে থু থু নিক্ষেপ, কামড়

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:০৮ পিএম, ১২ এপ্রিল ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে জারিকৃত লকডাউন না মেনে পুলিশের সঙ্গে সংঘাত-সংঘর্ষের ঘটনা ঘটেছে বিশ্বের বিভিন্ন দেশে। ভারতের পাঞ্জাবে এক পুলিশ সদস্যের হাত কেটে নিয়েছে লকডাউন উপেক্ষা করে বাজারে আসা স্থানীয় লোকজন।

তবে ব্যতিক্রমী ঘটনা দেখা যাচ্ছে ব্রিটেনে। দেশটিতে লকডাউন উপেক্ষা করে রাস্তায় ঘোরাফেরা করতে আসা লোকজনকে বাসায় ফেরার নির্দেশ দেয়ায় পুলিশ সদস্যদের সঙ্গে বাক-বিতণ্ডা থেকে কামড়, কাশি কিংবা থুথু ছুড়ে মারার মতো ঘটনাও ঘটেছে।

বৃহস্পতিবার ব্রিটেনের রচডেলে পুলিশের দুই সদস্যকে মারধরের অভিযোগ আনা হয়েছে এক ব্যক্তির বিরুদ্ধে। লকডাউন উপেক্ষা করে রাস্তায় আসায় বাসায় ফেরার নির্দেশ দিলে ক্ষেপে গিয়ে ওই দুই পুলিশ সদস্যকে মারধর করের অভিযুক্ত ব্যক্তি। শুধু তাই নয়, এক পুলিশ সদস্যের বাহুতে কামড়ে মাংস ছিঁড়ে ফেলেন তিনি।

অন্যদিকে, ইস্টবোর্নে এলাকায় তিন নারী বাড়িতে একটি পার্টির আয়োজন করেছিলেন। পরে প্রতিবেশিরা এ ঘটনা জানালে সেখানে উপস্থিত হন পুলিশ সদস্যরা। পরে পুলিশ সদস্যদের শরীরে থু থু নিক্ষেপ করে করোনা ছড়িয়ে দেয়ার হুমকি দেন ওই তিন নারী। এতে ঘটনাস্থলে ধস্তাধস্তিতে পুলিশের এক সদস্য মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

এছাড়া নটিংহামে এক ব্যক্তির বিরুদ্ধে পুলিশ সদস্যের মুখের সামনে কাশি দেয়ার অভিযোগ আনা হয়েছে। সোমবার তাকে নটিংহামের আদালতে তোলা হবে।

ব্রিটেনে প্রতিনিয়ত লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছেন আরও ৭১২ জন। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৫৮৫ জনে। এছাড়া আক্রান্ত হয়েছেন ৭৮ হাজার ৯৯১ জন।

দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, আগামী দুই সপ্তাহের প্রত্যেকদিন ব্রিটেনে গড়ে এক হাজার মানুষের প্রাণ কাড়তে পারে করোনা।

চীনের উহান থেকে বিশ্বের ২২০টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে করোনা। বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ লাখ ৯৫ হাজার ৭৩৩ এবং প্রাণ হারিয়েছেন ১ লাখ ১০হাজার ৫ জন। তবে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪ লাখ ১১ হাজার ৯২১ জন।

সূত্র: বিবিসি, ডেইলি মেইল।

এসআইএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।