দিল্লি ক্যান্সার হাসপাতালে ২৮ জনের শরীরে করোনা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:০১ এএম, ১৪ এপ্রিল ২০২০

দিল্লির ক্যান্সার হাসপাতালে ২৮ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) ধরা পড়েছে। এতে আতঙ্কে রয়েছেন রোগী এবং তাদের পরিবারের সদস্যরা। ধারণা করা হচ্ছে, বিদেশফেরত চিকিৎসক পরিবারের এক সদস্যের মাধ্যমে তারা আক্রান্ত হয়েছেন।

ইতোমধ্যে ওই হাসপাতালের তিনজন রোগী, তিনজন চিকিৎসকসহ মোট ২৮ জন করোনা আক্রান্ত। এ কারণে হাসপাতালটি বন্ধ রাখা হয়েছে। সংক্রমণ ছড়ানোর শঙ্কাতে বন্ধ রাখা হয়েছে বাইরের লোকদের প্রবেশ।

কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম কলকাতা২৪*৭ জানিয়েছে, দিল্লি স্টেট ক্যান্সার হাসপাতালের ওই চিকিৎসকের পরিবারের একজন করোনা সংক্রমণ শুরুর দিকে দেশে ফিরেছিলেন। তারপরে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ওই চিকিৎসক। সেখান থেকে তার শরীরে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস।

আক্রান্ত ওই চিকিৎসকের মাধ্যমেই হাসপাতালের অন্যরা সংক্রমিত হয়েছেন বলে ধারণা করছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। ওই হাসপাতালের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হাওয়াতে তাদেরকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে।

দিল্লিতে ইতোমধ্যে হাজার জনের বেশি করোনা সংক্রমিত হয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজন মারা গেছেন।

ভারতে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৪৫৩ জন। মারা গেছে ৩৫৮ জন। আর সুস্থ হয়েছেন ১ হাজার ১৮১ জন।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।