দুর্যোগে উল্টো পথে অ্যামাজন, নিয়োগ দিলো ৭৫ হাজার কর্মী

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:২১ পিএম, ১৪ এপ্রিল ২০২০

করোনাভাইরাসের কারণে সৃষ্ট এ দুর্যোগকালীন সময়ে ব্যবসা প্রতিষ্ঠানগুলো কর্মচারী ছাঁটাইয়ের চিন্তা-ভাবনা করছে। তবে এ সময়ে স্রোতের বিপরীতে চলছে অনলাইনভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান অ্যামাজন।

সবাই যখন ছাঁটাইয়ের ছক আঁকছে তখন আরও ৭৫ হাজার কর্মী নিয়োগ দিলে প্রতিষ্ঠানটি। কেননা, করোনার কারণে অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ হলেও থেমে নেই অনলাইন ব্যবসা। বরঞ্চ অন্য যে কোনো সময়ের তুলনায় এসব প্রতিষ্ঠানের চাহিদা আরও বেড়েছে।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রসহ সকল দেশেই দোকান পাট বন্ধ রয়েছে। এ সুযোগে ব্যবসা বাড়ায় অনলাইনে যেকোনো ধরনের পণ্য বিক্রয়কারী দৈত্য আকৃতির এ প্রতিষ্ঠানটির আরও ১ লাখ কর্মী প্রয়োজন বলে গত মাসেই জানিয়েছিল। এরই মধ্যে ৭৫ হাজার কর্মী নিয়োগ দিয়েছে প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘দুর্যোগকালীন এ সময়ে আমাদের চাহিদা আগের তুলনায় বেড়েছে। কমিউনিটিকে সহায়তা করার জন্য আমরা আর জনবল নিয়োগ দিচ্ছি। এ সময়ে কাজ করার জন্য আমরা আরও ৭৫ হাজার কর্মী নিয়োগ দিয়েছি।’

মূলত, গুদাম, অর্ডার নেয়া ও ডেলিভারির জন্য জনবল নিয়োগ দিচ্ছে অ্যামাজন। আগের তুলনায় প্রতি ঘণ্টায় ২ ডলার করে বেতন বাড়িয়েছে প্রতিষ্ঠানটি।

কিছু কর্মী শুধুমাত্র এই দুর্যোগকালীন সময়ের জন্য নিয়োগ দেয়া হয়েছে।

এফআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।