করোনায় আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়াল
মাত্র সাড়ে তিন মাসের মাথায় নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২০ লাখ পার হয়েছে। করোনাভাইরাস সংক্রমণের সর্বশেষ তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের হিসাবে বুধবার বিকেল ৪টা পর্যন্ত বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৩ হাজার ৯৩৫ জন। আর মারা গেছেন ১ লাখ ২৭ হাজার ৫৮৭ জন।
ওয়েবসাইটটির তথ্যমতে, বিশ্বজুড়ে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪ লাখ ৯১ হাজার ৭৬৫ জন। এখনও চিকিৎসাধীন ১৩ লাখ ৯৪ হাজার ৫৮৩ জন। এদের মধ্যে অন্তত ৫১ হাজার ৫১৬ জনের অবস্থা আশঙ্কাজনক।
গত ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথমবারের মতো শনাক্ত হয় প্রাণঘাতী করোনাভাইরাস। এ পর্যন্ত বিশ্বের অন্তত ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।
করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত যুক্তরাষ্ট্র। দেশটিতে ইতোমধ্যে ৬ লাখের বেশি মানুষের শরীরে করোনা ধরা পড়েছে। মারা গেছেন ২৬ হাজার ৬৪ জন। সুস্থ হয়েছেন ৩৮ হাজার ৮২০ জন।
আক্রান্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে ইউরোপের দেশ স্পেন। সেখানে ১ লাখ ৭৭ হাজার ৬৩৩ জনের শরীরে পাওয়া গেছে প্রাণঘাতী এই ভাইরাস;মারা গেছেন ১৮ হাজার ৫৭৯ জন।
ইউরোপের মধ্যে করোনার হানায় প্রথম মৃত্যুপুরীতে পরিণত হওয়া দেশ ইতালি। সেখানে ১ লাখ ৬২ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ২১ হাজার ৬৭ জন।
এ অঞ্চলের ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্যের অবস্থাও ভয়াবহ। ফ্রান্সে আক্রান্ত প্রায় ১ লাখ ৪৩ হাজার, মৃত্যু ১৫ হাজার ৭২৯ জনের; জার্মানিতে আক্রান্ত ১ লাখ ৩২ হাজার ২১০ জন, মৃত ৩ হাজার ৪৯৫ জন; যুক্তরাজ্যে আক্রান্ত ৯৩ হাজার ৮৭৩ জন, মারা গেছেন ১২ হাজার ১০৭ জন।
শুরুর ধাক্কা কাটিয়ে মহামারি অনেকটাই নিয়ন্ত্রণে এনেছে করোনার উৎস চীন। দেশটিতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮২ হাজার ২৯৫ জন, মারা গেছেন ৩ হাজার ৩৪২ জন। সেখানে সুস্থ হয়েছেন ৭৭ হাজারেরও বেশি মানুষ।
এছাড়া, মধ্যপ্রাচ্যের দেশ ইরানেও করোনা সংক্রমণের হার কিছুটা কমেছে। সেখানে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৬ হাজার ৩৮৯ জন, মারা গেছেন ৪ হাজার ৭৭৭ জন। আর সুস্থ হয়েছেন প্রায় ৫০ হাজার রোগী।
কেএএ/পিআর