ইরানে একদিনে প্রাণ গেল আরও ৯২ জনের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:১৯ পিএম, ১৬ এপ্রিল ২০২০

 

ইরানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৯২ জন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৮৬৯ জন।

বৃহস্পতিবার ইরানি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপৌর জানান, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৬০৬ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ হাজার ৯৯৫ জন।

জাহানপৌর জানান, ইরানে করোনা আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৫ হাজার ২২৯ জন। এছাড়া চিকিৎসাধীনদের মধ্যে প্রায় সাড়ে তিন হাজার রোগীর অবস্থা আশঙ্কাজনক।

গত ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথমবার ধরা পড়ে নভেল করোনাভাইরাস। ইতোমধ্যেই বিশ্বের অন্তত ১৮৫টি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। বিশ্বজুড়ে এতে আক্রান্ত হয়েছেন ২০ লাখেরও বেশি মানুষ। এতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৭ হাজার ৬৬৬ জন। আর সুস্থ হয়ে উঠেছেন পাঁচ লাখেরও বেশি মানুষ।

সূত্র: আনাদোলু এজেন্সি

কেএএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।