করোনা ঝড়ের কেন্দ্রবিন্দু ইউরোপে আসছে ‘সঙ্কটাপন্ন’ সপ্তাহ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:৩৬ পিএম, ১৬ এপ্রিল ২০২০

বৈশ্বিক করোনাভাইরাস মহামারি যদি একটা ঝড় হয়, তবে তার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইউরোপ। সেখানে ইতোমধ্যেই আক্রান্তের সংখ্যা প্রায় ১০ লাখ ছুঁয়েছে। সেক্ষেত্রে তাদের জন্য আগামী কয়েক সপ্তাহ অত্যন্ত সঙ্কটাপন্ন হতে চলেছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ অঞ্চলের পরিচালক হ্যান্স ক্লুজ।

বৃহস্পতিবার এক অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, ‘ইউরোপে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গত ১০ দিনে এ অঞ্চলে রোগীর সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে ১০ লাখের কাছাকাছি দাঁড়িয়েছে। এর মানে, বিশ্বজুড়ে কোভিড-১৯ বোঝার ৫০ শতাংশই ইউরোপে। এ অঞ্চলে ইতোমধ্যেই ৮৪ হাজারের বেশি মানুষ মহামারিতে প্রাণ হারিয়েছেন।’

ক্লুজ বলেন, ‘মহামারি ঝড়ের ভারী মেঘ এখনও ইউরোপের আকাশে ঘুরছে। কিছু দেশ অবশ্য এমন এক পর্যায়ে প্রবেশ করেছে যেখানে তারা ধীরে ধীরে নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করতে পারে। তবে এত শিগগিরই জীবনযাত্রা স্বাভাবিক হওয়ার কোনও পথ নেই।’

jagonews24

জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, ইউরোপের মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি করোনায় ভুগছে স্পেন। দেশটিতে ইতোমধ্যেই আক্রান্ত হয়েছেন অন্তত ১ লাখ ৮০ হাজার মানুষ। মারা গেছেন প্রায় ১৯ হাজার।

এ অঞ্চলে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন ইতালিতে। সেখানে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৬৪৫ জন। আক্রান্ত ১ লাখ ৬৫ হাজার ১৫৫ জন।

এছাড়া জার্মানি, ফ্রান্সেও এক লাখের ওপর মানুষ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে জার্মানিতে মৃত্যুর ঘটনা বেশ কম, ৩ হাজার ৮০৪ জন। বিপরীতে ফ্রান্সে মারা গেছেন ১৭ হাজারের বেশি মানুষ।

করোনা মহামারিতে ধীরে ধীরে মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে যুক্তরাজ্যও। সেখানেও প্রায় এক লাখ আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ১২ হাজার ৮৯৪ জন। আগামী কয়েক সপ্তাহে দেশটিতে মৃত্যুর সংখ্যা আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

সূত্র: আল জাজিরা

কেএএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।