স্পেনে মৃতের সংখ্যা ১৯ হাজার পার, একদিনে আরও ৫৫১ প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:০৭ পিএম, ১৬ এপ্রিল ২০২০

স্পেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন আরও ৫৫১ জন। এ নিয়ে কেন্দ্রীয় সরকারের হিসাবে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছেন ১৯ হাজার ১৩০ জন। তবে কেন্দ্রীয় সরকারের এই হিসাবে কিছুটা অসামঞ্জস্য রয়েছে। দেশটির স্বায়ত্তশাসিত অঞ্চল কাতালোনিয়ার গতরাতের হিসাব এতে সম্পৃক্ত করা হয়নি।

বুধবার থেকে কাতালোনিয়া সরকার হাসপাতালের পাশাপাশি বাসায় বা বিভিন্ন নার্সিং হোমে মৃতদের সংখ্যাও গণনা করতে শুরু করেছে। ফলে মাত্র একদিনের ব্যবধানেই সেখানে মৃতের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে।

কাতালোনিয়ায় বর্তমানে করোনায় মৃতের সংখ্যা ৭ হাজার ৯৭ জন। মাত্র একদিন আগেও এ সংখ্যা ছিল ৩ হাজার ৭৫৬ জন। স্পেনের কেন্দ্রীয় সরকারের হিসাবের সঙ্গে এই সংখ্যা যোগ হলে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াবে ২২ হাজার ৩০০ জনেরও বেশি।

jagonews24

এর আগে, কাতালোনিয়ার মতো স্পেনের বেশিরভাগ অঞ্চলেই শুধু হাসপাতালে মৃত ও যাদের শরীরে পরীক্ষার মাধ্যমে করোনাভাইরাস শনাক্ত হয়েছে তাদেরই হিসাবে ধরা হচ্ছিল। তবে এখন থেকে সব অঞ্চলকেই আরও বিস্তারিত তথ্য পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্পেনের প্রধান মহামারি বিশেষজ্ঞ ফার্নান্দো সাইমন।

এদিকে, বৃহস্পতিবার স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৫ হাজার ১৮৩ জন, যা আগের দিনের চেয়েও বেশি। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮২ হাজার ৮১৬ জন।

সূত্র: আনাদোলু এজেন্সি

কেএএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।