করোনার হানায় যুক্তরাষ্ট্রে এক মাসে বেকার ২ কোটি ২০ লাখ
করোনাভাইরাস মহামারির কারণে যুক্তরাষ্ট্রে গত সাতদিনে চাকরি হারিয়েছেন আরও ৫২ লাখ মানুষ। এ নিয়ে গত চার সপ্তাহে দেশটিতে বেকারের সংখ্যা বাড়ল অন্তত ২ কোটি ২০ লাখ। বৃহস্পতিবার মার্কিন শ্রম অধিদফতর এ তথ্য জানিয়েছে।
১৯৬৭ সালের পর থেকে এটাই যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বেকারত্ব বৃদ্ধির রেকর্ড। এমনকি ২০০৭ সালের মহামন্দার সময়ও এত মানুষ চাকরি হারাননি।
করোনা মহামারির কারণে দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখায় গত একমাসে যুক্তরাষ্ট্রে হু হু করে বেড়েছে বেকারের সংখ্যা। সরকারি হিসাবে গত ফেব্রুয়ারিতে দেশটিতে বেকারত্বের হার ছিল যেখানে ৩ দশমিক ৫ শতাংশ, মার্চে এসে তা দাঁড়ায় ৪ দশমিক ৪ শতাংশ। এবার মহামারির প্রকোপ বাড়তে থাকায় এপ্রিল মাসে বেকারত্বের হার ডাবল ডিজিটে চলে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
ফিচ রেটিংসের প্রধান অর্থনীতিবিদ ব্রায়ান কোল্টনের মতে, এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার ১৫ শতাংশ ছাড়িয়ে যেতে পারে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীকালে সর্বোচ্চ।
অক্সফোর্ড ইকোনমিস্টের মতে, করোনা মহামারির প্রকোপ কমলে অর্থনৈতিক কার্যক্রম কিছুটা সচল হতে পারে, তবে ২০২২ সালের আগে তা আবার পুরনো গতি ফিরে পাবে না।
ন্যাশনওয়াইডের জেষ্ঠ অর্থনীতিবিদ বেন আয়ার্সের মতে, ইতিহাস বিবেচনা করলে দেখা যায়, যুক্তরাষ্ট্রে একেকটি মন্দায় অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে আগের অবস্থায় ফিরতে গড়ে ৩০ মাসের মতো সময় লেগেছে। ফলে এবারের অর্থনৈতিক ধাক্কার প্রভাবও যথেষ্ট দীর্ঘস্থায়ী হতে চলেছে তা নিয়ে সন্দেহ নেই।
সূত্র: সিএনএন, ইউএসএ টুডে
কেএএ/পিআর