করোনার নিয়ন্ত্রণ হারাচ্ছে জাপান, একদিনে আক্রান্ত আরও ৫ শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৪৫ পিএম, ১৭ এপ্রিল ২০২০

জাপান শুরুর দিকে করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণে দারুণ দক্ষতা দেখালেও গত কয়েকদিনে কিছুটা ভাটা পড়েছে সেই ব্যবস্থায়। বৃহস্পতিবারও দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৫০৩ জন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৮৭৯ জন।

শুক্রবার জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় প্রাণ হারিয়েছেন আরও ১২ জন। ফলে সেখানে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬১টি।

এদিন জাপানের মন্ত্রিসভার আরও এক কর্মকর্তার দেহে করোনাভাইরাস ধরা পড়েছে। এ নিয়ে মোট তিন কর্মকর্তা করোনায় আক্রান্ত হলেন সেখানে।

জাপানে করোনা সংক্রমণের অন্যতম উৎস হচ্ছে ব্রিটিশ প্রমোদতরি ডায়মন্ড প্রিন্সেস। এ জাহাজের সঙ্গে সম্পৃক্ত অন্তত সাত শতাধিক রোগী রয়েছে দেশটিতে।

এদিকে, করোনা সংক্রমণ বাড়তে থাকায় বৃহস্পতিবার সারা দেশে জরুরি অবস্থা জারি করেছেন জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে। এর আগে শুধু রাজধানী টোকিওসহ বড় শহরগুলোতে জারি ছিল এই নির্দেশনা। আগামী ৬ মে পর্যন্ত দেশটিতে জরুরি অবস্থা জারি থাকবে।

সূত্র: সিএনএন

কেএএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।