পাকিস্তানকে দেড় বিলিয়ন ডলার ঋণ দিল আইএমএফ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:৪৮ পিএম, ১৭ এপ্রিল ২০২০

মহামারি করোনাভাইরাস মোকাবিলায় পাকিস্তানকে দেড় বিলিয়ন ডলার ঋণ সহায়তা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। ইতোমধ্যে সংস্থাটি এই বিপুল পরিমাণ অর্থ পাকিস্তানকে প্রদান করেছে। খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

করোনার প্রাদুর্ভাব শুরুর আগে থেকেই পাকিস্তানের অর্থনীতির অবস্থা খুব খারাপ। ডলারের বিপরীতে রুপির রেকর্ড দরপতন চলছে, মুদ্রাস্ফীতি রেকর্ড সর্বোচ্চ। শেয়ারবাজারের অবস্থা চার বছর ধরে নাজেহাল। আর এই মুহূর্তে করোনায় গোটা বিশ্ব অর্থনীতির চেয়ে পাকিস্তানের অবস্থা আরও নাজুক।

গত বছর আইএমএফ জানায় পাকিস্তানের অর্থনীতি এখন ‘সংকটের দোরগোড়ায়’ চলে গেছে। দুর্বল ও অস্থিতিশীল প্রবৃদ্ধিকে টেকসই এবং বড় ধরনের অর্থনৈতিক চাহিদা মোকাবিলায় পাকিস্তানকে গত বছর শর্তসাপেক্ষে আনুষ্ঠানিক ভাবে ছয় শত কোটি ডলার অর্থ সহায়তা দিয়েছিল আইএমএফ।

মহামারি পরিস্থিতিতে অন্য দেশগুলোর মতো পাকিস্তানও কড়া নিয়ন্ত্রণব্যবস্থা আরোপ করেছে। স্কুল–কলেজ বন্ধ করেছে। গণজমায়েত নিষিদ্ধ। মুদি ও ওষুধের দোকান ছাড়া সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। তবে এসব পদক্ষেপ দেশটির ভঙ্গুর অর্থনীতির বারোটা বাজাচ্ছে।

এদিকে করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত ১ কোটিরও বেশি পরিবারকে মাসে ৭০ ডলার করে অর্থ সহায়তা দেওয়া শুরু করেছে দেশটি। লকডাউনের কারণে দরিদ্র পরিবারগুলোর খাবারের অভাব পূরণে এমন পদক্ষেপ। দেশটিতে ইতোমধ্যে ৭ হাজারে বেশি আক্রান্তের ১৩৫ জন মারা গেছেন।

এসএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।