করোনার তাণ্ডবে আশা দেখছে ব্রিটেন
গত ২৪ ঘণ্টায় ব্রিটেনে করোনায় প্রাণহানি ঘটেছে অন্তত ৮৪৭ জনের; যা আগের দিনের তুলনায় কিছু কম। গত কয়েকদিন ধরে দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা নিম্নমুখী হওয়ায় এই ভাইরাসের প্রকোপ কমে আসার আশা দেখছে ব্রিটেন।
দেশটির সরকারি পরিসংখ্যান বলছে, ব্রিটেনে গত ছয়দিন ধরে করোনায় মৃত্যুর সংখ্যা নয়শ'র নিচে কমে এসেছে। বৃহস্পতিবারও দেশটিতে করোনায় মারা গেছেন ৮৬১ জন।
তবে ব্রিটেনে করোনায় প্রাণহানির নিম্নমুখী ধারা এমন এক সময় শুরু হয়েছে; যখন দেশটির শীর্ষস্থানীয় এক স্বাস্থ্য বিশেষজ্ঞ সতর্ক করে দিয়ে বলেছেন, করোনার প্রথম ধাক্কার প্রাদুর্ভাবে ব্রিটেনে ৪০ হাজারের বেশি মানুষ মারা যেতে পারেন।
ইউনিভার্সিটি কলেজ লন্ডনের অধ্যাপক অ্যান্থনি কস্তেলো দেশটির সরকারের করোনা ভাইরাস সংকট নিয়ন্ত্রণের উপায়ের তীব্র সমালোচনা করে বলেন, করোনা মোকাবিলায় ব্রিটেনের সরকারি প্রক্রিয়া খুবই ধীরগতির।
শুক্রবার ব্রিটেনের স্থানীয় সময় সকাল ৯টা পর্যন্ত ৪ লাখ ৩৮ হাজার ৯৯১ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ হিসাবে শনাক্ত হয়েছেন ১ লাখ ৮ হাজার ৬৯২ জন। করোনায় আক্রান্ত হওয়ার পর দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ১৪ হাজার ৫৭৬ জন। কিন্তু হোম কেয়ারে মারা যাওয়া করোনা রোগীদের তালিকাভূক্ত না করায় এই সংখ্যা কম বলে অভিযোগ রয়েছে।
করোনায় যুক্তরাষ্ট্র, ইতালি, স্পেন এবং ফ্রান্সের পর সর্বাধিক মৃত্যু ব্রিটেনে। গত বছরের ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার পর বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়েছে।
শুক্রবার সন্ধ্যা পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৩৬৪ এবং মারা গেছেন ১ লাখ ৪৭ হাজার ৭৮৭ জন। এছাড়া চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৫ লাখ ৫৮ হাজার ১৬৮ জন।
সূত্র: ডেইলি মেইল, বিবিসি।
এসআইএস/জেআইএম