আফগান প্রেসিডেন্ট ভবনের ২০ কর্মকর্তা করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:২৫ পিএম, ১৮ এপ্রিল ২০২০

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানির সরকারি বাসভবনের অন্তত ২০ জন কর্মকর্তা প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে দেশটির ৭০ বছর বয়সী নেতাকে ডিজিটাল কমিউনিকেশন ব্যবস্থার মাধ্যমে তার স্টাফদের সঙ্গে যোগাযোগ করতে হচ্ছে। খবর বার্তা সংস্থা রয়টার্স।

সরকারি কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাজধানী কাবুলে অবস্থিত প্রেসিডেন্ট ভবনে আসা এক সরকারি নথির মাধ্যমেই কর্মকর্তারা আক্রান্ত হয়েছেন। তারপর ভাইরাসটির সংক্রমণ ছড়িয়ে পড়ে। এপ্রিল মাসের শুরুতে অনেক কর্মকর্তা অসুস্থ হলে তাদের করোনার পরীক্ষার পর ফল পজিটিভ আসে।

প্রেসিডেন্ট ভবনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘সরকারি অন্য এক দফতর থেকে প্রেসিডেন্ট ভবনে আসা একটি নথির মাধ্যমেই ভাইরাসটির বিস্তার। তারপর থেকেই কর্মকর্তারা আক্রান্ত হতে শুরু করেন। যখন করোনা পরীক্ষার ফল আসে সেই মুহূর্তেও কিছু কর্মকর্তা সেখানে কাজ করছিলেন।’

তারপর আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার পরপরই সেসব কর্মকর্তা ও তাদের পরিবারকে কোয়ারেন্টাইন করে রাখা হয় বলে জানান তিনি। প্রেসিডেন্ট আশরাফ ঘানির মুখপাত্র সাদিক সিদ্দিকী বলেন, করোনা পরীক্ষার আগ পর্যন্ত সব সরকারি কর্মীকে আগামী তিন সপ্তাহ ঘরে থাকার নির্দেশ দিয়েছে সিভিল সার্ভিস কমিশন।

সরকারি এক সূত্র রয়টার্সকে জানিয়েছে, প্রেসিডেন্ট আশরাফ ঘানি এর আগে জানিয়েছিলেন যে তিনি পকাস্থলী সংক্রান্ত কিছু স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন। তারপর থেকে তিনি তার স্টাফদের সংস্পর্শে আসা সীমিত করে দেন। তিনি বেশিরভাগ সরকারি বৈঠক ভিডিও কনফারেন্সের মাধ্যমেই করছেন।

দ্বন্দ্ব-সংঘাত কবলিত আফগানিস্তানে ইতোমধ্যে খাদ্য ও ওষুধের সংকট দেখা দিয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হিসেবে ৯৩৩ জনকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে অন্তত ৩৩ জন মারা গেছেন। তবে পরীক্ষা কম হওয়ায় প্রকৃত আক্রান্তের সংখ্যা অনেক বেশি হতে পারে আশঙ্কা রয়েছে।

এসএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।