ব্রিটেনকে ৮৪ টন পিপিই দিচ্ছে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:০৪ পিএম, ১৮ এপ্রিল ২০২০

করোনায় বিপর্যন্ত ইউরোপের দেশ ব্রিটেনকে ৮৪ টন ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) দিচ্ছে তুরস্ক। করোনার প্রাদুর্ভাব মোকাবিলা করতে গিয়ে ব্রিটেনের চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা যখন ভয়াবহ পিপিই সঙ্কটের মুখে পড়েছেন; তখন দেশটিকে এই সহায়তা দিচ্ছে তুরস্ক।

ন্যাশনাল হেলথ সার্ভিসের কর্মীদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীর ঘাটতির বিষয়ে কথা বলতে গিয়ে ব্রিনের স্থানীয় সরকার মন্ত্রী রবার্ট জেনরিক বলেছেন, এই মুহূর্তে পিপিই সংগ্রহ করা খুবই কঠিন কাজ। তারপরও বিভিন্ন উৎস থেকে এসব সামগ্রী সংগ্রহ করার সর্বোচ্চ চেষ্টা চলছে।

তিনি বলেন, আগামীকাল (রোববার) তুরস্ক থেকে ৮৪ টন পিপিই লন্ডনে পৌঁছাবে। মন্ত্রী বলেন, এসব পিপিইর মধ্যে ৪ লাখ গাউনও থাকবে। এটা খুবই তাৎপর্যপূর্ণ সংগ্রহ বলে মন্তব্য করে ব্রিটিশ এই মন্ত্রী।

এদিকে, প্রতিদিনই ব্রিটেনে করোনা সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় আরও ৮৮৮ জনের প্রাণ কেড়েছে করোনা।

এ নিয়ে দেশটিতে করোনায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৬৪ জনে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৪ হাজার ২১৭ এবং সুস্থ হয়েছেন মাত্র ৩৪৪ জন।

গত বছরের ডিসেম্বরে চীনে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বর্তমানে বিশ্বের দুই শতাধিক দেশে ছড়িয়ে পড়েছে। বিশ্বজুড়ে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২২ লাখ ৮০ হাজার ৭৮৭ এবং মারা গেছেন ১ লাখ ৫৬ হাজার ৩৪৫ জন। তবে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেছেন ৫ লাক ৮৩ হাজার ৪৩১ জন।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।