দ. কোরিয়ায় একদিনে আক্রান্ত ৮, সুস্থ ১০৫
দক্ষিণ কোরিয়ায় শনিবার করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন মাত্র আটজন। ফলে দেশটিতে গত দুই মাসের মধ্যে প্রথমবার এক ডিজিটে নেমে আসল একদিনে শনাক্ত রোগীর সংখ্যা।
দক্ষিণ কোরিয়ার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (কেসিডিসি) তথ্যমতে, এর আগে গত ১৮ ফেব্রুয়ারি সেখানে নতুন রোগী শনাক্তের সংখ্যা ছিল ১০-এর নিচে।
শনিবার শনাক্ত নতুন আট রোগীর মধ্যে পাঁচজনই বহিরাগত। এদিন দেশটিতে করোনা আক্রান্ত মারা গেছেন আরও দুইজন।। এ নিয়ে সেখানে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৪ জন। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ৬৬১ জন।
কেসিডিসি আরও জানায়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১০৫ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এ নিয়ে সেখানে মোট করোনামুক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৪২ জন।
সূত্র: সিএনএন
কেএএ/পিআর