দ. কোরিয়ায় একদিনে আক্রান্ত ৮, সুস্থ ১০৫

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৮ এএম, ১৯ এপ্রিল ২০২০

দক্ষিণ কোরিয়ায় শনিবার করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন মাত্র আটজন। ফলে দেশটিতে গত দুই মাসের মধ্যে প্রথমবার এক ডিজিটে নেমে আসল একদিনে শনাক্ত রোগীর সংখ্যা।

দক্ষিণ কোরিয়ার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (কেসিডিসি) তথ্যমতে, এর আগে গত ১৮ ফেব্রুয়ারি সেখানে নতুন রোগী শনাক্তের সংখ্যা ছিল ১০-এর নিচে।

শনিবার শনাক্ত নতুন আট রোগীর মধ্যে পাঁচজনই বহিরাগত। এদিন দেশটিতে করোনা আক্রান্ত মারা গেছেন আরও দুইজন।। এ নিয়ে সেখানে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৪ জন। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ৬৬১ জন।

কেসিডিসি আরও জানায়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১০৫ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এ নিয়ে সেখানে মোট করোনামুক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৪২ জন।

সূত্র: সিএনএন

কেএএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।