ইসরায়েলে বাড়ছে করোনার সংক্রমণ, রোগী ১৩ হাজারের বেশি
সারা বিশ্বের মতো ইসরায়েলেও বাড়ছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ। ইতোমধ্যেই সেখানে রোগীর সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে, মারা গেছেন ১৭১ জন।
রোববার ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন সাতজন, আর নতুন রোগী শনাক্ত হয়েছেন ৯৭ জন।
এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৬২ জন। এদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অন্তত ১৫৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে মন্ত্রণালয়।
এদিকে, ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, অন্যদের তুলনায় তার দেশে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে, কমছে সংক্রমণের হারও। এ কারণে রোববার থেকেই দেশজুড়ে লকডাউন কিছুটা শিথিল করা হবে।
সূত্র: আল জাজিরা
কেএএ/এমএস