স্পেনে লকডাউনের মেয়াদ ফের দুই সপ্তাহ বাড়ছে
ইউরোপের দেশ স্পেনে করোনাভাইরাসে গত একমাসের মধ্যে সবচেয়ে কম মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়। তবে সেই সংখ্যাটাও চার শতাধিক। সরকারি হিসাব অনুযায়ী এই সময়ে নতুন করে স্পেনে ৪১০ জন কোভিড-১৯ রোগী মারা গেছেন। এদিকে দেশটির প্রধানমন্ত্রী আগামী ৯ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানোর কথা জানিয়েছেন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় শনিবার স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো শানচেজ দেশজুড়ে চলমান লকডাউনের মেয়াদ আর দুই সপ্তাহ বাড়ানোর ব্যপারে পার্লামেন্টের সমর্থন চাইবেন বলে জানান। তার এমন ঘোষণার ঠিক আগ মুহূর্তে স্পেনে করোনায় মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যায়; আক্রান্ত প্রায় দুই লাখ।
প্রধানমন্ত্রী শানচেজ বলেন, ‘আমরা আমাদের দায়িত্ব ও সামাজিক শৃঙ্খলার মধ্য দিয়ে সবচেয়ে কঠিন অংশটি পার করেছি। আমরা আমাদের সবচেয়ে সংকটময় মুহূর্তগুলোকে পেছনে ফেলে এসেছি। কিন্তু আমরা কঠোর সব সিদ্ধান্ত নিয়ে এতদিনে যতটা সফলতা অর্জন করেছি স্পেনের নাগরিকরা যেন একে বিপন্ন করে না তোলে।’
তবে দেশটির প্রধানমন্ত্রী শানচেজ আগামী ২৭ এপ্রিল থেকে শিশুদের ঘরে থাকার বিধিনিষেধ শিথিল করার ঘোষণা দিয়েছেন। ফলে করোনাভাইরাসের কারণে মার্চের মাঝামাঝি থেকে ঘরবন্দি স্পেনের শিশুরা চলতি মাসের শেষ থেকে বাড়ির বাইরে বের হওয়ার অনুমতি পেতে যাচ্ছে।
এখন পর্যন্ত স্পেনে শুধু বয়জ্যেষ্ঠরা জরুরি প্রয়োজন যেমন খাবার, ওষুধ ও কাজের জন্য ঘরের বাইরে যাওয়ার অনুমতি পাচ্ছেন। তবে ‘মহামারীর নৃশংসতা এখনো চলমান’ বলে মন্তব্য করলেও বদ্ধ ঘরে শিশুদের বিকাশ বিকাশ বাধাগ্রস্ত হতে পারে বলে এমন ঘোষণা দিলেন দেশটির সোশ্যালিস্ট এই প্রধানমন্ত্রী।
প্রাদুর্ভাব শুরু হওয়ার পর গত ১৪ মার্স থেকে গোটা স্পেন লকডাউনের আওতায় রয়েছে। ইতোমেধ্যে দেশটিতে ২০ হাজারের বেশি মানুষ কোভিড-১৯ রোগে মারা গেছেন; যা যুক্তরাষ্ট্র ও ইতালির পর তৃতীয় সর্বোচ্চ। এছাড়া প্রায় ২ লাখ আক্রান্ত রোগী নিয়ে যুক্তরাষ্ট্রের পরপরই স্পেনের অবস্থান।
এসএ