করোনাভাইরাস: সাইপ্রাসে কমছে আক্রান্ত-মৃতের সংখ্যা
মাহাফুজুল হক চৌধুরী, সাইপ্রাস থেকে
করোনাভাইরাস ইউরোপের সবগুলি দেশকে ধরাশায়ী করে তুলেছে। প্রভাব পড়েছে সাইপ্রাসেও, শুরু থেকেই প্রতিদিন যেভাবে ৪০-৫০ জন করে বাড়ছিল করোনা আক্রান্তের সংখ্যা, জনমনে এক আতংকের সৃষ্টি করেছে। তবে যেভাবে বাড়ছিল আক্রান্তের সংখ্যা সেভাবে মৃতের সংখ্যা বাড়েনি।
বিগত পাঁচদিন ধরে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা আগের চেয়ে অনেক কমে গেছে। গত ৫ দিনে নতুন করে আক্রান্ত হয়েছেন মাত্র ৫২ জন। সংখ্যাটি অন্যান্য দেশের তুলনায় অনেক কম। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও করোনায় প্রাণহানি ও অসুস্থদের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংখ্যা ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।
এমন খবরে আশা জেগেছে সাইপ্রাসের জনমনে। লকডাউন ও অন্যান্য নির্দেশনা যথাযথ মেনে চলায় আক্রান্ত ও মৃত্যুহার কমেছে বলে মতো বিশেষজ্ঞদের। এ ছাড়া সুস্থ হওয়ার হারও অনেক ভালো। এদিকে এক মাস ধরে দেশটির প্রেসিডেন্ট নিকোস আনাস্তাসিয়াডিস যে লকডাউন ঘোষণা করেছিল সেটি এপ্রিলের ৩০ শেষ হবে।
যদি আক্রান্তের হার আর না বাড়ে তাহলে নতুন করে আর লকডাউন না দিতে পারে বলে ধারণা করছে অনেকেই। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, সাইপ্রাসে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সোমবার ৫ জনসহ মোট ৭৭২ জন। মারা গেছেন ১২ জন। তিনদিন ধরে নতুন করে মারা যাওয়ার খবর শোনা যায়নি। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮১ জন।
অন্যদিকে সাইপ্রাসের পাশ্ববর্তী তুর্কী অধ্যুষিত দেশ নর্থ সাইপ্রাসেও করোনা আক্রান্তের সংখ্যা কমে গেছে। মৃতের সংখ্যা একেবারে নগন্য। নর্থ সাইপ্রাসে মোট আক্রান্তের সংখ্যা ১০৬ জন, মৃতের সংখ্যা ৪ জন এবং সুস্থ হয়েছে ৭০ জন।
এমআরএম