করোনা নিয়ন্ত্রণে, তবু নিষেধাজ্ঞা বাড়াচ্ছে হংকং

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:২৬ এএম, ২১ এপ্রিল ২০২০

শুরু থেকেই দারুণ ব্যবস্থাপনায় করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে রেখেছে হংকং। শহরটিতে এ পর্যন্ত মাত্র ১ হাজার ২৫ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে, মারা গেছেন চারজন। তাছাড়া মার্চের পর থেকে প্রথমবারের মতো সোমবার নতুন কোনও রোগীও পাওয়া যায়নি সেখানে। এরপরও নিষেধাজ্ঞার সময়সীমা বাড়াচ্ছে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চলটি।

মঙ্গলবার হংকংয়ের প্রধান নেতা ক্যারি লাম ঘোষণা দিয়েছেন, শহরটিতে আরও ১৪ দিন করোনা সম্পর্কিত সবধরনের নিষেধাজ্ঞা জারি থাকবে।

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গত ২৯ মার্চ চারজনের বেশি মানুষ জমায়েতে নিষেধাজ্ঞা জারি করে হংকং কর্তৃপক্ষ। পরে এর সময়সীমা ২৩ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছিল।

শহরটিতে সব বিনোদন কেন্দ্র, ক্রীড়া কমপ্লেক্স, জিম, সিনেমা হল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। এছাড়া বিমানবন্দরগুলো দিয়ে বিদেশিদের আগমন অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

সূত্র: রয়টার্স

কেএএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।