মহামারিতে কার্বন নিঃসরণ কমাবে ৬ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ২২ এপ্রিল ২০২০

করোনাভাইরাস মহামারির কারণে চলতি বছর বিশ্বব্যাপী কার্বন ডাই অক্সাইড নিঃসরণের হার কমবে অন্তত ছয় শতাংশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে আগে কখনোই দূষণের হার এত বেশি কমতে দেখা যায়নি। বুধবার এ তথ্য জানিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)।

জেনেভায় এক অনলাইন ব্রিফিংয়ে সংস্থাটির মহাসচিব পেত্তেরি তালাস বলেন, ‘গ্রিনহাইস গ্যাস নিঃসরণের ওপর এই সংকটের (মহামারি) প্রভাব পড়েছে। আমাদের ধারণা, গণপরিবহন ও জ্বালানি শিল্পের উৎপাদন কমে যাওয়ায় এ বছর কার্বন নিঃসরণ ছয় শতাংশ কম হতে পারে।’

গত ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথমবার শনাক্ত হয় নভেল করোনাভাইরাস। এরপর দ্রুতই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। বৈশ্বিক এ মহামারির কারণে বেশিরভাগ দেশেই যান চলাচল, কলকারখানা বন্ধ করে দেয়া হয়েছে। ফলে প্রায় সবখানেই পরিবেশ দূষণ কমেছে আশ্চর্যজনক হারে।

জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, এ পর্যন্ত বিশ্বের অন্তত ১৮৫টি দেশে শনাক্ত হয়েছে নভেল করোনাভাইরাস। এতে আক্রান্ত হয়েছেন ২৫ লাখেরও বেশি মানুষ। মারা গেছেন অন্তত ১ লাখ ৭৮ হাজার ৩৭১ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন প্রায় সাত লাখ।

সূত্র: রয়টার্স

কেএএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।