আমিরাতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪৮৩

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন , আমিরাত প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৭ পিএম, ২২ এপ্রিল ২০২০

সংযুক্ত আরব আমিরাতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৪৮৩ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬ জন এবং সুস্থ হয়ে উঠেছেন ১০৩ জন।

বুধবার (২২এপ্রিল) আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, সর্বমোট আক্রান্ত হয়েছেন ৮২৩৮ জন, মারা গেছেন ৫২ জন ও সুস্থ হয়ে উঠেছেন ১৫৪৬ জন।

মন্ত্রণালয় থেকে আরও জানানো হয়েছে, দেশটিতে প্রায় ৩১ হাজার ৮০৭ জনের নতুন করে করোনভাইরাস পরীক্ষা করা হয়েছে।

এদিকে আমিরাত কোভিড-১৯ এর চিকিৎসার জন্য প্লাজমা থেরাপির ক্লিনিকাল ট্রায়াল শুরু করেছে। তাদের কার্যকারিতা নিয়ে গবেষণা করা হচ্ছে এবং আমিরাত বিশ্বজুড়ে পড়াশোনা এবং চিকিৎসার ওপর আরও গবেষণা করতে আগ্রহী।

সংযুক্ত আরব আমিরাত সরকারের গৃহীত সর্বশেষ পদক্ষেপগুলোর মধ্যে সমস্ত আবাসিক ভিসা, প্রবেশের অনুমতি এবং এমিরেটস আইডি ২০২০ সালের শেষ পর্যন্ত বৈধ থাকবে।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।