যুক্তরাজ্যে করোনায় প্রাণ গেল আরও ৬১৬ জনের
গত কয়েক সপ্তাহ ধরেই যুক্তরাজ্যে করোনায় প্রাণহানি বাড়ছে হু হু করে। ইউরোপের অন্য দেশগুলোতে মহামারির প্রকোপ কমতে শুরু করলেও সেই লক্ষণ নেই যুক্তরাজ্যে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও ছয় শতাধিক মানুষ। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৩৮ জনে।
ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইংল্যান্ডে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৫১৪ জন। এছাড়া স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ডে মারা গেছেন আরও ১০২ জন।
গত দু’দিনের তুলনায় দেশটিতে আজকের প্রাণহানির সংখ্যা কিছুটা কমেছে। গতকাল দেশটিতে ৭৬৩ জন ও এর আগের দিন ৮২৮ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল কর্তৃপক্ষ।
যুক্তরাজ্যে করোনায় মৃত্যুর ঘটনা ২০ হাজারের নিচে রাখার আশা করছিল দেশটির সরকার। তবে সেখানে প্রতিদিন যে হারে মানুষ মারা যাচ্ছে, তাতে আগামী রোববারই ২০ হাজারের কোটা পার হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
তবে, যুক্তরাজ্যে মৃত্যুর এই রেকর্ড শুধুমাত্র হাসপাতালে মারা যাওয়া ব্যক্তিদেরই। এর বাইরে বিভিন্ন কেয়ার হোম বা বাড়িতে মৃত ব্যক্তিদের এখনও হিসাবে ধরা হয়নি। সেক্ষেত্রে দেশটিতে করোনায় প্রাণহানির প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হবে বলে ধারণা বিশেষজ্ঞদের।
এদিকে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৪ হাজার ৫৮৩ জন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ৭৮ জন।
সূত্র: ডেইলি মেইল
কেএএ/পিআর