মার্কিন কংগ্রেসে ৪৮৪ বিলিয়ন ডলারের ত্রাণ সহায়তা প্যাকেজ অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৮ এএম, ২৪ এপ্রিল ২০২০

ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও দেশজুড়ে করোনা পরীক্ষা পরিকল্পনার অংশ হিসেবে ৪৮৪ বিলিয়ন ডলারের ত্রাণ সহায়তা প্যাকেজের চূড়ান্ত অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ (হাউস অব রিপ্রেজেন্টেটিভ)। বৃহস্পতিবার ৩৮৮-৫ ভোটের ব্যবধানে পাস হয় এ বিল।

গত মঙ্গলবার হোয়াইট হাউসের সঙ্গে দ্বিপক্ষীয় সমঝোতার পর মার্কিন সিনেটে সর্ববসম্মতিক্রমে পাস হয় এই ত্রাণ সহায়তা বিল। সেটি এবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠানো হবে। শিগগিরই তিনি এ বিলে সাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে।

গত মার্চে ক্ষুদ্র ব্যবসায়ীদের সাহায্য করতে বেতন সুরক্ষা প্রকল্পের নামে ৩৫০ বিলিয়ন ডলার দিয়েছিল যুক্তরাষ্ট্রের কংগ্রেস। পাঁচশ’র কম কর্মী সম্পন্ন প্রতিষ্ঠানগুলোকে বেতন দেয়ার জন্য এই অর্থ বরাদ্দ হয়েছিল। কিন্তু অসংখ্য বড় বড় প্রতিষ্ঠান ব্যাংকের মাধ্যমে এই অর্থ বাগিয়ে নেয়ার পথ খুঁজে নেয়। ফলে অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যায় সেই অর্থ।

us-2.jpg

এবার নতুন বিলে করোনা সংকট কাটিয়ে যুক্তরাষ্ট্রের অর্থনীতি পুরোদমে সচল না হওয়া পর্যন্ত ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলোতে বেতন ব্যবস্থা চালু রাখতে প্রায় ৩২০ বিলিয়ন ডলার বরাদ্দ দেয়া হচ্ছে।

এছাড়া, গ্রামীণ জনপদ ও ব্যাংকিং সুবিধাবঞ্চিতদের মধ্যে ক্ষুদ্র ঋণদাতাদের মাধ্যমে আরও ৬০ বিলিয়ন ডলার বিতরণ করা হবে। পাশাপাশি করোনা মহামারি মোকাবিলায় হাসপাতালগুলোর জন্য আরও ৭৫ বিলিয়ন ডলার বরাদ্দ দেয়া হয়েছে।

সূত্র: আল জাজিরা

কেএএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।