এক নারীর মাধ্যমে ৩১ জন করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪১ এএম, ২৪ এপ্রিল ২০২০

অডিও শুনুন

ভারতের তেলেঙ্গানায় এক নারীর মাধ্যমে ৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সেই নারীর করোনা আক্রান্ত হওয়ার সঙ্গে তাবলিগ জামাতের যুক্ততা রয়েছে বলে জানা গেছে।

গত কয়েক দিন আগে তেলেঙ্গানায় করোনা আক্রান্তের সংখ্যা এক লাফে অনেকটা বেড়ে যায়। এর কারণ অনুসন্ধানে নামেন স্বাস্থ্য অধিদফতরের কর্মীরা। পরে জানা যায়, এক নারীর মাধ্যমে আরও ৩১ জন সংক্রমিত হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারী কোনোভাবে তাবলিগ জামাতে যাওয়া কারও সংস্পর্শে এসেছিলেন। সেখান থেকেই তিনি সংক্রমিত হন। এরপর তার কাছ থেকে ৩১ জনের মধ্যে সংক্রমণ ছড়ায়।

স্বাস্থ্য দফতরের কর্তারা জানতে পারেন, ওই নারী গত কয়েক দিনে লকডাউন চলার সময় বিভিন্ন বাড়িতে অষ্ট চাম্মা নামের এক ধরনের ইনডোর গেম খেলতে যান। লুডুর মতো এই খেলায় অংশ নেন আরও অনেক নারী। সেখান থেকেই সংক্রমণ ছড়ায়। আপাতত বাকি ৩১ জনকে কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে।

হায়দরাবাদে এখন করোনা আক্রান্তের সংখ্যা ৮৩, যার মধ্যে ৩১ জন ওই নারীর মাধ্যমে সংক্রমিত হয়েছেন।

এদিকে, সামাজিক দূরত্ব ও লকডাউন বজায় রাখতে ব্যর্থ হওয়ায় পাঁচ কর্মকর্তাকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ছাড়িয়েছে। এতে মৃত্যু হয়েছে ৭২১ জনের। সংক্রমণ বৃদ্ধির হারের ভিত্তিতে এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে বলেই মনে করছেন ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়।

এমএসএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।