জার্মানিতে করোনা রোগী দেড় লাখ ছাড়াল
জার্মানিতে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা প্রতিবেশী দেশগুলোর তুলনায় যথেষ্ট কম হলেও সংক্রমণের হার প্রায় একইরকম চড়া। ইতোমধ্যেই সেখানে করোনা আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে গেছে।
শুক্রবার রবার্ট কশ ইনস্টিটিউট (আরকেআই) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জার্মানিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৩৩৭ জন। টানা তিনদিন বাড়তে থাকার পর আজ নতুন রোগীর সংখ্যা কিছুটা কমলো সেখানে।
বৃহস্পতিবারও জার্মানিতে ২ হাজার ৩৫২ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছিল। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫০ হাজার ৩৮৩ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় প্রাণ হারিয়েছেন আরও ২২৭ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৩২১ জন।
সূত্র: রয়টার্স
কেএএ/এমকেএইচ