করোনা যুদ্ধে জয়ের পথে অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:২৪ পিএম, ২৪ এপ্রিল ২০২০

অডিও শুনুন

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে অস্ট্রেলিয়ায়। বৃহস্পতিবার দেশটিতে নতুন করে মাত্র ৮ জন এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছে। যা দেশটির জন্য কিছুটা স্বস্তির।

প্রথমদিকে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছিল। কিন্তু সরকারের কঠোর পদক্ষেপের কারণে করোনা যুদ্ধে জয়ের পথে এগিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া।

দেশটির পাঁচটি রাজ্য ও অঞ্চলে নতুন করে কেউ করোনায় আক্রান্ত হয়নি। অপরদিকে ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে নতুন করে মাত্র একজন করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় কুইন্সল্যান্ডে দু'জন এবং নিউ সাউথ ওয়েলসে পাঁচজন প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।

অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে ২৪ ঘণ্টায় নতুন করে কেউ করো নায় আক্রান্ত হয়নি। অপরদিকে অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলে দ্বিতীয় দিনের মতো নতুন করে করোনায় আক্রান্ত কোনো রোগী পাওয়া যায়নি।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে। এরপর থেকে এখন পর্যন্ত বিশ্বের ২১০টি দেশে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে।

jagonews24

অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলেও নতুন করে কেউ করোনায় আক্রান্ত হয়নি। এমনকি সেখানকার ৯০ শতাংশ রোগী ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে।

প্রথম থেকেই কড়াকড়ি পদক্ষেপের কারণে অস্ট্রেলিয়া করোনা বিপর্যয় কাটিয়ে উঠতে সক্ষম হচ্ছে। শুরু থেকেই বিদেশ ফেরত নাগরিকদের ১৪ দিনের আইসোলেশন বাধ্যতামূলক করা হয়।

এমনকি আইসোলেশন নিশ্চিত করতে বাড়ি বাড়ি গিয়ে পাহারা দিয়েছে পুলিশ। একই সঙ্গে জনসমাগমে নিষেধাজ্ঞা আনা হয়। প্রথম থেকেই চীনফেরতদের জন্য সীমান্ত বন্ধ করে দিয়েছিল অস্ট্রেলিয়া।

দেশজুড়ে ব্যাপকহারে করোনার টেস্ট করা হয়েছে। ফলে প্রথম থেকেই আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করা গেছে। দেশটিতে এখন পর্যন্ত মোট ১৫ হাজার দু'জন করোনায় আক্রান্ত হয়েছে।

এর মধ্যে ১১ হাজার ৮৭২ জনই সুস্থ হয়ে উঠেছে। অপরদিকে মারা গেছে ৫২২ জন। তবে ১৬৯ জন এখনও আশঙ্কাজনক অবস্থায় আছে। তারা চিকিৎসা নিচ্ছেন।

টিটিএন/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।