লকডাউনের মেয়াদ দুই সপ্তাহ বাড়াল মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ২৪ এপ্রিল ২০২০

পবিত্র রমজান উপলক্ষে দেশজুড়ে চলমান লকডাউনের মেয়াদ আগামী ১২ এপ্রিল পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা বারনামা এক অনলাইন প্রতিবেদনে লকডাউন আরও দুই সপ্তাহ বাড়ানোর এই সরকারি ঘোষণার কথা জানিয়েছে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিদ্দীন ইয়াসিন স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় লকডাউনের মেয়াদ বাড়ানোর এই ঘোষণা দেন। পবিত্র রমজান শুরুর আগের রাতে তিনি টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই ঘোষণা দিলেও পরিস্থিতি বিবেচনায় লকডাউন কিছুটা শিথিল করার কথাও জানান।

মহামারি করোনাভাইরাস প্রতিরোধ ও এর বিস্তার রোধে গত ১৮ মার্চ থেকে মালয়েশিয়ায় লকডাউন চলছে। চলমান এই নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ২৮ এপ্রিল শেষ হওয়ার কথা ছিল। কিন্তু পরিস্থিতি বিবেচনা করে দেশটির সরকার সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই নিষেধাজ্ঞা বাড়ানোর সিদ্ধান্ত নিল।

লকডাউনের কারণে দেশটির সরকারি বেসরকারি সব অফিস-আদালত বন্ধ রয়েছে। তবে স্বাস্থ্যসেবা, গণপরিহন এবং খাদ্য উৎপাদন ও পরিবহন শিল্প এই নিষেধাজ্ঞার বাইরে রয়েছে। প্রসঙ্গত, মালয়েশিয়ায় এখন পর্যন্ত শনাক্ত ৫ হাজার ৬০৩ জন কোভিড-১৯ রোগীর মধ্যে ৯৫ জন মারা গেছেন।

বারনামার প্রতিবেদন অনুযায়ী প্রধানমন্ত্রী ইয়াসিন বলেন, ‘আক্রান্ত রোগীর সংখ্যা যেভাবে কমছে যদি এটা এভাবে চলতে থাকে তাহলে লকডাউন কিছুটা শিথিল করার সিদ্ধান্তও নিতে পারে সরকার।’ যদি লকডাউন আরও বাড়ানো হয় তাহলে হয়তো ঘরে বসেই ঈদের নামাজ আদায় করতে হতে পারে বলে সতর্ক করেন তিনি।

দেশটির প্রধানমন্ত্রী লকডাউনকে দেশের মানুষের ত্যাগ স্বীকার হিসেবে অভিহিত করে বলেন, প্রতিদিন যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছিল তা কমানোর জন্য সরকারের নেওয়া পদক্ষেপ কাজ করছে। তিনি মহামারি এই ভাইরাসের বিস্তার ঠেকাতে দেশের মানুষের সহযোগিতা কামনা করেন।

এসএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।