কৃষি খাত খুলে দিচ্ছে দ. আফ্রিকা
অর্থনীতির চাকা সচল করতে কৃষি খাত পুনরায় খুলে দেয়ার পরিকল্পনা করেছে দক্ষিণ আফ্রিকা। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দেশজুড়ে জারিকৃত বিভিন্ন ধরনের বিধি-নিষেধে শিথিলতার পাশাপাশি কৃষি এবং অন্যান্য উৎপাদনশীল খাত ও খুচরা বিক্রির দোকানপাট খোলার অনুমতি দিচ্ছে দেশটি।
শনিবার দক্ষিণ আফ্রিকার বাণিজ্যমন্ত্রী ইব্রাহিম প্যাটেল এসব তথ্য জানিয়েছেন। প্রায় এক মাস ধরে দেশটিতে বিভিন্ন ধরনের কড়াকড়ি আরোপ করা হয়েছে। দেশটির কোটি কোটি মানুষ কার্যত গৃহবন্দি অবস্থায় রয়েছেন; জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হওয়ার অনুমতি নেই।
দারিদ্রপীড়িত এই দেশটির করোনার কারণে আরোপিত কড়াকড়িতে অনেকের ব্যবসা-বাণিজ্য বন্ধ রয়েছে। হাজার হাজার নিম্নবিত্ত শ্রেণির মানুষের উপাজর্ন বন্ধ হয়ে যাওয়ায় চরম অর্থনৈতিক সঙ্কটের মুখে পড়েছেন।
এর আগে বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেছেন, আগামী ১ মে থেকে দেশের অর্থনীতির একাংশ চালু করার অনুমতি দেবে সরকার। এছাড়া অন্যান্য কিছু শিল্প প্রতিষ্ঠান পঞ্চম স্তরের ঝুঁকি বিবেচনায় চালু করার অনুমতি দেয়া হবে।
শুক্রবার থেকে দেশটি চতুর্থ স্তরের লকডাউনে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বাণিজ্যমন্ত্রী ইব্রাহিম প্যাটেল বলেছেন, কৃষি, বনজ এবং মৎস শিল্পের মতো কিছু খাত পুনরায় খুলে দেয়া হবে। এর মধ্যে গবাদি পশু ও অন্যান্য প্রাণী পরিবহন, বিক্রি ও চাষাবাদও অন্তর্ভূক্ত করা হয়েছে।
শনিবার পর্যন্ত দেশটিতে করোনা আক্রান্ত হিসাবে ৪ হাজার ২২০ জনকে শনাক্ত করা হয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর মারা গেছেন অন্তত ৭৯ জন। এছাড়া সুস্থ হয়েছেন অন্ত এক হাজার ৪৭৩ করোনা রোগী।
যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য বলছে, শনিবার পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ২৮ লাখ ৫৫ হাজার ৬৯৪ জন। এছাড়া মারা গেছেন ১ লাখ ৯৮ হাজার ৫৩২ জন।
বিশ্বজুড়ে তাণ্ডব চালানো প্রাণঘাতী করোনাভাইরাসের চিকিৎসায় এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন কিংবা প্রতিষেধক আবিষ্কার হয়নি। বিশ্বের ৮০টিরও বেশি গবেষক দল ভ্যাকসিন ও প্রতিষেধক তৈরির চেষ্টা করছেন। ইতোমধ্যে বেশ কয়েকটি ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ হয়েছে।
বৃহস্পতিবার ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক করোনার একটি ভ্যাকসিন মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ করেছেন। ভ্যাকসিনটি ৮০ শতাংশ সফল হবে বলে আশাপ্রকাশ করেছেন অক্সফোর্ড গবেষক দলের প্রধান সারা গিলবার্ট।
সূত্র: আলজাজিরা, বিবিসি।
এসআইএস/জেআইএম