উত্তরপ্রদেশে ৩০ জুন পর্যন্ত জনসমাগম নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৬ পিএম, ২৫ এপ্রিল ২০২০

মহামারি করোনাভাইরাস প্রতিরোধ ও এর বিস্তার ঠেকানোর লক্ষ্যে আগামী জুন মাসের শেষ পর্যন্ত জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশ। রাজ্যটির প্রাদেশিক সরকার আজ শনিবার এই ঘোষণা দিয়েছে। খবর এনডিটিভি ও সিএনএন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র প্রতিবেদন অনুযায়ী, উত্তরপ্রদেশে ক্ষমতাসীন যোগী আদিত্যনাথের বিজেপি দলীয় সরকার আগামী ৩০ জুন পর্যন্ত জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। ভারতের প্রথম রাজ্য হিসেবে দেশটির চলমান লকডাউনের মেয়াদের পরেও জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলো উত্তরপ্রদেশ।

ভারতে প্রথমবার গত ২৫ মার্চ থেকে তিন সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়; যা গত ১৪ এপ্রিল শেষ হওয়ার কথা ছিল। কিন্তু গত ১৩ এপ্রিল দেশটির প্রধানমন্ত্রী লকডাউন আরও দুই সপ্তাহ বাড়ানোর ঘোষণা দেন। আগামী ৩ মে কেন্দ্রীয় সরকার ঘোষিত লকডাউন শেষ হওয়ার কথা রয়েছে। এর মধ্যেই এমন ঘোষণা দিল উত্তরপ্রদেশ।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সংশ্লিষ্ট কর্মকর্তাদের জনসমাগমের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর নির্দেশ দিয়েছেন বলে রাজ্য সরকারের গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা মৃত্যুঞ্জয় কুমার আজ এক টুইট বার্তায় জানান। করোনার বিস্তার ঠেকাতে সরকারের এমন পদক্ষেপ বলে জানিয়েছেন তিনি।

কেন্দ্রীয় সরকার ঘোষিত লকডাউন আগামী ৩ মে পর্যন্ত চলমান থাকলেও ধীরে ধীরে নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করা শুরু করেছে ভারত। কৃষিকাজের অনুমতিসহ কিছু দোকান খোলার অনুমতি দেওয়া হচ্ছে। প্রসঙ্গত, উত্তরপ্রদেশে এখন পর্যন্ত শনাক্ত ১ হাজার ৬২১ কোভিড-১৯ রোগীর মধ্যে ২৫ জন মারা গেছেন।

এসএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।