রাশিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ছাড়াল, মৃত ৭৪৭

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:৩০ পিএম, ২৬ এপ্রিল ২০২০

গত কয়েক সপ্তাহ ধরে রাশিয়ায় করোনার প্রকোপ বাড়ছে হু হু করে। দেশটিতে যে হারে সংক্রমণ বাড়ছে তাতে আর একদিনের মধ্যেই তারা চীনকে ছাড়িয়ে যাবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

রোববার রাশিয়ার ক্রাইসিস রেসপন্স সেন্টার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৬ হাজার ৩৬১ জন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮০ হাজার ৯৪৯ জনে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় সেখানে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৬ জন। ফলে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪৭ জন।

মহামারির শুরুর পর থেকে রাশিয়ায় করোনা আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬ হাজার ৭৬৭ জন।

গত ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথমবার ধরা পড়ে নভেল করোনাভাইরাস। ইতোমধ্যেই বিশ্বের অন্তত ১৮৫টি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। বিশ্বব্যাপী এতে আক্রান্ত হয়েছেন ২৯ লাখ ১১ লাখ ২০৯ জন। মারা গেছেন কমপক্ষে ২ লাখ ৩ হাজার ৪১২ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন আট লাখেরও বেশি মানুষ।

সূত্র: রয়টার্স

কেএএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।