নার্স আক্রান্ত, দিল্লির সবচেয়ে বড় হাসপাতাল বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ২৬ এপ্রিল ২০২০

ভারতের রাজধানী নয়াদিল্লির সবচেয়ে বড় হাসপাতালগুলোর মধ্যে একটি হলো হিন্দু রাও হাসপাতাল। সেখানকার একজন নার্স করোনাভাইরাস পজিটিভ হওয়ার পর পুরো হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে। এরপর হাসপাতালে চালানো হচ্ছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। এ খবর দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

সিএনএন ও এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, উত্তর দিল্লি মিউনিসিপ্যাল করপোরেশনের কমিশনার ভার্ষা জোশি বলেছেন,‌ ‘বিগত দুই সপ্তাহ ওই নার্স ক্যাম্পাসের বিভিন্ন স্থানে দায়িত্বে থাকায় আমরা হাসপাতাল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ঘটনার তদন্ত করা হবে।’

তিনি আরও জানান, তার সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত ও পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত হাসপাতালটি বন্ধ থাকবে। এছাড়া এ ঘটনায় একটি তদন্ত দল গঠন করে পুরো বিষয়টি তদন্ত করা হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ও পরিচ্ছন্নতা কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত হাসপাতালটি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

ভারতের রাজধানী শহর দিল্লিতে এখন পর্যন্ত ৩ হাজার ৪২৪ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে বলে সরকারিভাবে জানানো হয়েছে। যা ভারতে রাজ্য হিসেবে আক্রান্তে দ্বিতীয় সর্বোচ্চ। এছাড়া দিল্লিতে আক্রান্ত এসব মানুষের মধ্যে ৫৩ জন ইতোমধ্যে মারা গেছেন।

প্রসঙ্গত, ভারতে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা এখন ২৬ হাজার ৯১৭ জন। আক্রান্তদের মধ্যে ৮২৬ জন মারা গেছে। চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন ৫ হাজার ৯৩৯ জন কোভিড-১৯ রোগী। দেশটিতে প্রতিনিয়ত করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে।

এসএ

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।