লকডাউন শিথিলে যুক্তরাজ্যে এক লাখ মৃত্যুর শঙ্কা
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে জারিকৃত লকডাউন শিথিল করা হলে যুক্তরাজ্যে এক লাখের মানুষের প্রাণহানি ঘটতে পারে বলে দেশটির শীর্ষস্থানীয় এক মহামারি বিশেষজ্ঞ সতর্ক করে দিয়েছেন। করোনা মহামারি মোকাবিলায় ব্রিটিশ সরকারের পরামর্শক হিসাবে কর্মরত বিজ্ঞানী নীল ফার্গুসন এই শঙ্কা প্রকাশ করেছেন।
তিনি বলেছেন, করোনাভাইরাসের মৃত্যুর সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন কেয়ার হোমের বাসিন্দা এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যায় যারা ভুগছেন। আমরা জনগণকে রক্ষার জন্য একটি টেকসই কৌশল প্রণয়ন করতে পারবো কিনা, সেটি নিয়ে আমি খুবই সংশয়ে রয়েছি। লকডাউন শিথিলের কথা উল্লেখ করে এসব কথা বলেন তিনি।
ফার্গুসন বলেন, আপনি যদি ৮০ শতাংশ সুরক্ষা অর্জন করতে পারেন; তাহলে ঝুঁকিপূর্ণ গোষ্ঠীগুলোর ৮০ শতাংশ সংক্রমণ কমানো যাবে। আমরা এখনও আন্দাজ করছি, চলতি বছরের শেষের দিক পর্যন্ত এই ভাইরাসে এক লাখের বেশি মানুষের প্রাণ যাবে।
এদিকে, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ব্রিটেনে জারিকৃত লকডাউন শিথিল করতে দেশটির সরকারের ওপর চাপ বাড়ছে। এমন পরিস্থিতিতে দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন লকডাউন শিথিল করার বিষয়ে সরকার এখনও কোনো চিন্তা-ভাবনা করছে না।
তিনি বলেছেন, যুক্তরাজ্য করোনাভাইরাসের পিক টাইম এখনও পার করছে। মৃতের সংখ্যা কমে এলেও লকডাউন শিথিলের পরিকল্পনা নেই। লকডাউন শিথিল হলে দ্বিতীয় ধাপের সংক্রমণ শুরু হবে; যা ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে বলে সতর্ক করে দিয়েছেন তিনি।
ব্রিটেনে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ২০ হাজার ৭৩২ এবং আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫২ হাজার ৮৪০ জন।
সূত্র: সিএনএন, বিবিসি।
এসআইএস/এমকেএইচ