ভারতে ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫৪৩, মৃত্যু ৬২

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৫৯ এএম, ২৮ এপ্রিল ২০২০

ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজর ৫৪৩ জন। অপরদিকে মৃত্যু হয়েছে ৬২ জনের।

ফলে দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ৪৩৫। অপরদিকে এখন পর্যন্ত মারা গেছে ৯৩৪ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৬ হাজার ৮৬৯ জন।

এদিকে, ওডিশায় নতুন করে সাতজনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে এবং একজনের মৃত্যু হয়েছে। সেখানে আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ১১৮।

অপরদিকে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। এরপরেই রয়েছে গুজরাট ও মধ্যপ্রদেশ। মহারাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৬৮ এবং মারা গেছে ৩৪২ জন।

india

অপরদিকে গুজরাটে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৩০১ এবং সেখানে মৃত্যু হয়েছে ১৫১ জনের। মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ ও বিহারেও করোনার প্রকোপ বাড়ছে। এই পাঁচ রাজ্যে নতুন আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে।

পুরো ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়াদের ৮০ ভাগই মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ, দিল্লি এবং রাজস্থানের। এসব রাজ্যে ৭৪১ জনের মৃত্যু হয়েছে, যেখানে পুরো ভারতেই মৃত্যুর সংখ্যা ৯৩৪।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।