সিঙ্গাপুরে করোনা আক্রান্ত আরও ৬৮৪ অভিবাসী

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৪৪ পিএম, ২৯ এপ্রিল ২০২০

সিঙ্গাপুরে অভিবাসী শ্রমিকদের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৬৯০ জনের শরীরে ধরা পড়েছে প্রাণঘাতী এই ভাইরা। এদের মধ্যে ৬৮৪ জনই ডরমিটরি সম্পর্কিত।

সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার পর্যন্ত নগররাষ্ট্রটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৬৪১ জন। নতুন শনাক্ত রোগীদের মধ্যে মাত্র ছয়জন সিঙ্গাপুরের নাগরিক বা স্থায়ী অধিবাসী।

এর আগে, মঙ্গলবার ৫২৮ জন রোগী শনাক্তের কথা জানিয়েছিল দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়, যা গত দুই সপ্তাহের মধ্যে সবচেয়ে কম। এদিনের নতুন রোগীদের মধ্যে ৫১১ জনই ছিলেন ডরমিটরিতে বসবাসকারী অভিবাসী শ্রমিক।

সিঙ্গাপুরে অন্তত ৩ লাখ ২৩ হাজার অভিবাসী শ্রমিক বাস করেন। এরই মধ্যে তাদের ১২ হাজার ৬৯৪ জন, অর্থাৎ প্রায় ৩ দশমিক ৯ শতাংশ শ্রমিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

singapore

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, বেশি বেশি পরীক্ষার কারণেই গত কয়েকদিনে ডরমিটরিতে করোনা আক্রান্তের সংখ্যা বেশি দেখা যাচ্ছে। আক্রান্তদের মধ্যে বেশিরভাগেরই সামান্য উপসর্গ দেখা গেছে এবং তাদের হাসপাতালের জেনারেল ওয়ার্ড বা কমিউনিটি আইসোলেশন সেন্টারে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

মঙ্গলবার পর্যন্ত সিঙ্গাপুরে করোনা আক্রান্তদের মধ্যে ১ হাজার ১২৮ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন, মারা গেছেন ১৪ জন। এছাড়া আরও চার করোনা রোগী অন্য কারণে প্রাণ হারিয়েছেন।

সূত্র: দ্য স্ট্রেইট টাইমস

কেএএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।