করোনা থেকে সেরে উঠল সিরিয়ার নবজাতক
সারাবিশ্বে এখন এক আতঙ্কের নাম করোনাভাইরাস। প্রতিদিনই পৃথিবীর নানা প্রান্তে মৃত্যুর খবর শুনে শুনে আতঙ্ক আর উৎকণ্ঠায় দিন কাটছে আমাদের।
তবে এর মধ্যেও বেশ কিছু ভালো খবরও সামনে আসছে। অনেকেই এই প্রাণঘাতী ভাইরাসের সঙ্গে লড়াই করে সুস্থ হয়ে উঠছেন।
অন্যান্য দেশের মতো যুদ্ধ-বিধ্বস্ত সিরিয়াতেও হানা দিয়েছে প্রাণঘাতী এই ভাইরাস। একদিকে সংঘাত আর অন্যদিকে করোনার আতঙ্কে দিন কাটছে সেখানকার মানুষ।
এর মধ্যেই লড়াই করে বাঁচতে হচ্ছে তাদের। এমন পরিস্থিতিতে আশার আলো দেখাল এক নবজাতক। সম্প্রতি করোনায় আক্রান্ত এই শিশুটি সুস্থ হয়ে উঠেছে।
ইজমির প্রদেশে চিকিৎসাধীন ছিল শিশুটি। ওই এলাকা তুরস্কের আজিয়ান উপকূলে অবস্থিত। ছোট্ট শিশুটির নাম আজিজ।
পৃথিবীতে আসার মাত্র পাঁচদিনের মাথায় প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয় সে। তবে প্রায় এক মাস ধরে চিকিৎসা নেওয়ার পর ইতোমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে শিশুটি।
করোনায় আক্রান্ত হওয়ার পর শ্বাসকষ্ট দেখা দেওয়ায় তাকে শিশুদের জন্য তৈরি ইন্টেন্সিভ কেয়ারে রাখা হয়েছিল। সেখানেই চিকিৎসা চলছিল তার। অবশেষে করোনাকে পরাজিত করে বাড়ি ফিরল সে।
বিশ্বের ২১০টি দেশে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত বিশ্বে ৩১ লাখ ৫৪ হাজার ৮৫ জন প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।
করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২ লাখ ১৮ হাজার ৭৬৪ জন। ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৯ লাখ ৬৫ হাজার ১৯৭ জন।
যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, স্পেন, যুক্তরাজ্য, ইতালির মতো দেশগুলোও করোনার সঙ্গে পেরে উঠছে না। শক্তিশালী দেশগুলো করোনার বিরুদ্ধে লড়াইয়ে রীতিমত হিমসিম খাচ্ছে।
টিটিএন/এমএস