দক্ষিণ কোরিয়ায় গুদামে অগ্নিকাণ্ড, নিহত অন্তত ৩৮

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:০৫ পিএম, ২৯ এপ্রিল ২০২০

মহামারি করোনাভাইরাসের মধ্যে দক্ষিণ কোরিয়ায় একটি গুদামঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। দেশটির ইশিওন শহরে অবস্থিত ওই গুদামঘরটির নির্মাণকাজ চলছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বুধবারের এক অনলাইন প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

দক্ষিণ কোরিয়ার স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নির্মাণাধীন ওই গুদামঘরের বেসমেন্টে ইনসুলেশন স্থাপনের কাজ চলছিল। সেখানে থাকা দাহ্য পদার্থের বিস্ফোরণের মাধ্যমেই অগ্নিকাণ্ডের সূত্রপাত। তারপর তা ছড়িয়ে পড়ে।

মর্মান্তিক এই অগ্নিকাণ্ডের ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের সবাই নির্মাণ শ্রমিক বলে ধারণা করা হচ্ছে। নির্মাণাধীন ওই ভবনে ৭৮ জন শ্রমিক কাজ করছিলেন। তাই আশঙ্কা করা হচ্ছে যে, ভয়াবহ ওই অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

দক্ষিণ কোরিয়ান বার্তা সংস্থা ইয়োনহাপ বলছে, ইশিওনের ওই অগ্নিকাণ্ডের ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। রাজধানী সিউল থেকে ঘটনাস্থলের দূরত্ব ৮০ কিলোমিটার। খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় আটকে পড়া মানুষকে উদ্ধার করার তেমন একটা সুযোগ পাওয়া যায়নি বলেও জানানো হয়েছে।

স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। অগ্নিকাণ্ডের পরপরই জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সব ব্যক্তি ও জিনিসপত্র দ্রুত সরবরাহের নির্দেশ দেন দেশটির প্রধানমন্ত্রী চুয় শি-কিউ।

স্থানীয় সময় পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে বিবিসি।

এসএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।