করোনায় রেমডেসিভির প্রয়োগে কোনো সুফল নেই: গবেষণা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৫৯ এএম, ৩০ এপ্রিল ২০২০

মহামারি করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগীর দেহে ভাইরাস প্রতিরোধী ওষুধ রেমডেসিভির প্রয়োগে কোনো ইতিবাচক ফল পাওয়া যায়নি বলে নতুন গবেষণায় জানা গেছে। আজ বুধবার যুক্তরাজ্যভিত্তিক প্রভাবশালী চিকিৎসা সাময়িকী ল্যানচেটে এ সংক্রান্ত একটি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, ল্যানচেটে প্রকাশিত ওই গবেষণা নিবন্ধে চিকিৎসকরা জানিয়েছেন, মহামারি করোনার উৎপত্তিস্থল চীনের উহান শহরের দুই শতাধিক কোভিড-১৯ রোগীর ওপর গবেষণা চালিয়ে তারা দেখেছেন, রেমডিসিভির প্রয়োগে উল্লেখ করার মতো কোনো সুফল নেই।

করোনায় রেমডেসিভির প্রয়োগে সুফল পাওয়া গেছে বলে এর আগে দাবি করেছিল মার্কিন প্রতিষ্ঠান গিলিয়াড সায়েন্সেস। কিন্তু নতুন গবেষণায় উঠে এলো ভিন্ন তথ্য। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের বেশ কিছু হাসপাতালে গিলিয়াড সায়েন্সেসের তৈরি রেমডেসিভির করোনা রোগীদের দেহে প্রয়োগ শুরু হয়েছে।

গিলিয়াড সায়েন্সেস গত ১৮ এপ্রিল জানায়, কোভিড-১৯ রোগীদের রেমডেসিভির প্রয়োগ নিয়ে নিবিড়ভাবে ক্লিনিক্যাল পরীক্ষা পর্যবেক্ষণ করেছে তারা। তাতে দেখা গেছে, রোগী জ্বর ও শ্বাসকষ্টের লক্ষণগুলো থেকে দ্রুত সেরে উঠেছেন এবং এক সপ্তাহের কম সময়ে সব রোগীকে ছেড়ে দেওয়া হয়েছে।

কিন্তু ল্যানচেটে প্রকাশিত গবেষণার নেতৃত্বদানকারী চীন-জাপান ফ্রেন্ডশিপ হাসপাতাল ও চীনের ক্যাপিটাল মেডিকেল ইউনিভার্সিটির চিকিৎসক বিন চাও বলেন, ‘দুর্ভাগ্যবশত আমাদের ট্রায়ালে দেখা গেছে, নিরাপদ হলেও রেমডেসিভিরের উল্লেখযোগ্য কোনো সুফল নেই। আমরা এমনটা আশা করিনি।’

রেমডেসিভির নিয়ে আশায় ছিল বিশ্ব। ধারণা করা হচ্ছিল এই ওষুধ দ্রুতই যুক্তরাষ্ট্রের ওষুধ প্রশাসনসহ অন্য নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে অনুমোদন পাবে। আর তা হলে করোনার চিকিৎসায় এটিই হতো প্রথম অনুমোদিত চিকিৎসাব্যবস্থা; কিন্তু নতুন গবেষণা সেই সম্ভাবনাকে খারিজ করে দিল।

এসএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।