দুই মাসেই অভ্যন্তরীণ সংক্রমণ শূন্যে নামাল দ. কোরিয়া
করোনাভাইরাস মহামারি শুরুর দিকে চীনের পর সবচেয়ে ভয়াবহ সংক্রমণ দেখা দিয়েছিল দক্ষিণ কোরিয়ায়। কিন্তু ব্যাপক সুরক্ষা ব্যবস্থা, পরীক্ষা আর কড়াকড়িতে মাত্র তিন মাসের মধ্যেই পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে এনেছে তারা। এমনকি গত ফেব্রুয়ারির পর প্রথমবার অভ্যন্তরীণ সংক্রমণের হারও শূন্যের কোটায় নামিয়ে এনেছে দেশটি।
বৃহস্পতিবার কোরিয়ার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (কেসিডিসি) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে মাত্র চারজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ চারজনই বহিরাগত। অর্থাৎ গত দুই মাসের ভেতর প্রথমবার অভ্যন্তরীণ সংক্রমণ পুরোপুরি শূন্যে নামল সেখানে।
দক্ষিণ কোরিয়ায় এ পর্যন্ত মোট ১০ হাজার ৭৬৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯ হাজার ৫৯ জন।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছেন একজন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪৭ জন।
কেসিডিসির তথ্যমতে, দক্ষিণ কোরিয়ায় এ পর্যন্ত ১ হাজার ৬৫ জন বহিরাগত রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ৯০ শতাংশই কোরীয় নাগরিক।
এদিকে, দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি মাসে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলেও ব্যাপক সুরক্ষা ব্যবস্থা থাকায় এসময় করোনার বিস্তার ঘটেনি।
দক্ষিণ কোরিয়ার জনস্বাস্থ্য নীতির মহাপরিচালক ইয়ন তাই-হো বলেন, ‘২ কোটি ৯ লাখ ভোটার ১৫ এপ্রিলের সংসদীয় নির্বাচনে অংশ নেয়… ১৪ দিনের মধ্যে একটিও নির্বাচন সম্পর্কিত সংক্রমণের খবর পাওয়া যায়নি।’
ভোটগ্রহণের সময় সবাইকে অন্তত এক মিটার দূরত্বে দাঁড়ানো ও মাস্ক-গ্লাভস পরা বাধ্যতামূলক করেছিল কর্তৃপক্ষ। এসব নিয়ম কড়াকড়িভাবে পালন করায় সব কর্মী ও ভোটারদের ধন্যবাদ জানান এ কর্মকর্তা।
সূত্র: রয়টার্স
কেএএ/জেআইএম