ভারতে করোনায় মৃত্যু ১০৭৯, আক্রান্ত ৩৩ হাজারের বেশি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৪৪ এএম, ৩০ এপ্রিল ২০২০

ভারতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। দেশটিতে এখন পর্যন্ত ৩৩ হাজার ৬২ জন প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। অপরদিকে মারা গেছে ১ হাজার ৭৯ জন।

ভারতের বিভিন্ন স্থানে ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৮ হাজার ৪৩৭ জন। দেশটিতে করোনার অ্যাক্টিভ কেস বর্তমানে ২৩ হাজার ৫৪৬টি।

দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৭৩৮ জন। অপরদিকে আরও ৭১ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। দেশটিতে একদিনে করোনায় আক্রান্ত হয়ে এটাই সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।

বুধবারের হিসাব অনুযায়ী, দেশটিতে নতুন আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮৭৩ এবং মারা গেছে ৬৯ জন। তার আগের হিসাব অনুযায়ী, একদিনে আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৫৬১ এবং মারা গেছে ৫৮ জন।

india

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে। এখন পর্যন্ত বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে।

এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এরপরেই রয়েছে, স্পেন, ইতালি, ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি, তুরস্ক, রাশিয়া, ইরান এবং চীন।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।