আমিরাতে করোনায় মৃতের সংখ্যা ১০০ ছাড়াল
সংযুক্ত আরব আমিরাতে করোনাভাইরাসে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিত প্রাণঘাতী এ ভাইরাসে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০৫ জনে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, আমিরাতে নতুন করে আরও ৫৫২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৪৮১। আর মোট ২ হাজার ৪২৯ জন সুস্থ হয়ে উঠেছেন।
এদিকে দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। ইতোমধ্যে দেশব্যাপী জীবাণুনাশক স্প্রে অব্যাহত রয়েছে। পবিত্র রমজান মাসে রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত জনসাধারণের বাইরে যাওয়া নিষিদ্ধ রয়েছে।
গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে এখন পর্যন্ত বিশ্বব্যাপী ৩২ লাখ ৪৮ হাজার ১৮৭ জন আক্রান্ত হয়েছে। এতে মৃত্যু হয়েছে মোট ২ লাখ ২৯ হাজারেরও বেশি মানুষের। আর সুস্থ হয়ে উঠেছেন ১০ লাখ ১৬ হাজার ৯৭৮ জন।
এমএসএইচ/পিআর