কাতারে একদিনে আক্রান্ত ৬৮৭, মৃত ২
কাতারে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৮৭ জনের শরীরে ধরা পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। মারা গেছেন আরও দু’জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৯৬ জন, মোট প্রাণহানি ১২ জনের।
শুক্রবার কাতারের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন দু’জনই আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। করোনার পাশাপাশি তারা দীর্ঘস্থায়ী জটিল রোগে ভুগছিলেন। তাদের একজনের বয়স ৯৬, অপর জনের বয়স ৪০ বছর।
এদিন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন আরও ৬৪ জন করোনা রোগী। এ নিয়ে দেশটিতে মোট ১ হাজার ৪৩৬ জন সুস্থ হয়ে উঠলেন।
মন্ত্রণালয় জানিয়েছে, নতুন শনাক্ত সব রোগীকেই কোয়ারেন্টাইন রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের সবারই হালকা উপসর্গ দেখা গেছে।
করোনার বিস্তার প্রতিরোধে জনগণকে ঘরে থাকার আহ্বান জানিয়েছে কাতারের জনস্বাস্থ্য মন্ত্রণালয়। অতিগুরুত্বপূর্ণ কাজ না হলে ঘরের বাইরে না যাওয়া এবং বাইরে গেলে যথাযথ সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক পরার অনুরোধ জানানো হয়েছে।
সূত্র: গাল্ফ টাইমস
কেএএ/পিআর