পাকিস্তানে চাকরিহারাদের জন্য প্রণোদনা ঘোষণা
পাকিস্তানে করোনাভাইরাসের প্রভাবে চাকরি হারানো নাগরিকদের জন্য প্রণোদনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী ইমরান খান। ‘এহসাস’ শীর্ষক নগদ অর্থ সহায়তা প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের আওতায় চাকরি হারানো নাগরিকরা সরকারের আর্থিক প্রণোদনা পাবেন।
শনিবার (২ মে) রাজধানী ইসলামাবাদে এক অনুষ্ঠানে এ প্রণোদনার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা করোনার কারণে চাকরি হারিয়েছেন, এই প্রকল্প তাদের সহায়ক হিসেবে কাজ করবে বলে আশা করছি।
প্রধানমন্ত্রীর ঘোষণা অনুসারে, এই প্রকল্পে অর্থ সহায়তা পেতে হলে সরকারের খোলা সংশ্লিষ্ট ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। এক্ষেত্রে প্রণোদনা প্রার্থী কোন প্রতিষ্ঠানে চাকরি করতেন এবং কখন চাকরি হারিয়েছেন, তা উল্লেখ করতে হবে।
‘এহসাস’ প্রকল্পের প্রথম পর্যায়ের আওতায় ইতোমধ্যেই দুস্থ নাগরিকদের সহায়তা দিতে শুরু করেছে ইমরান খানের সরকার।
ডন অনলাইনের প্রতিবেদন মতে, পাকিস্তানে শনিবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৭৭০ জন। এদের মধ্যে মারা গেছেন ৪৩২ জন। তবে সুস্থ হয়ে উঠেছেন চার হাজার ৭৫৩ জন।
চীনের সঙ্গে সবচেয়ে বেশি যোগাযোগ থাকা সত্ত্বেও ভারতের তুলনায় পাকিস্তানের অবস্থা অনেকটাই ভালো বলে দাবি করে আসছে ইসলামাবাদ।
এইচএ/এমকেএইচ