আমিরাতে করোনায় প্রাণ গেল আরও ৮ জনের

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন , আমিরাত প্রতিনিধি
প্রকাশিত: ০৩:২৭ এএম, ০৩ মে ২০২০

সংযুক্ত আরব আমিরাতে প্রাণঘাতী করোনাভাইরাসে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় প্রাণ গেল মোট ১১৯ জনের।

শনিবার (০২ মে) স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, আমিরাতে আরও ৫৬১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৫৯৯। আর সুস্থ হয়ে উঠেছেন ২৬৬৪ জন।

আমিরাতে এ পর্যন্ত মোট ১.২ মিলিয়ন করোনা পরীক্ষা করা হয়েছে। দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। দেশব্যাপী জীবাণুনাশক স্প্রে অব্যাহত রয়েছে। পবিত্র মাহে রমজানে রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত জনসাধারণের বাইরে যাওয়া নিষিদ্ধ রয়েছে।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে এখন পর্যন্ত বিশ্বব্যাপী ৩৪ লাখ ৭০ হাজার ৩৫২ জন আক্রান্ত হয়েছে। এতে মৃত্যু হয়েছে মোট ২ লাখ ৪৩ হাজার ৯৭৭ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ১১ লাখ ১৪ হাজার ১৬৪ জন।

এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।