সিঙ্গাপুরে আক্রান্ত ১৮ হাজার ছাড়াল, বেশিরভাগই অভিবাসী শ্রমিক

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:০৫ পিএম, ০৩ মে ২০২০

সিঙ্গাপুরে নতুন করে আরও ৬৫৭ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত সেখানে করোনায় আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ২০৫।

স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশটিতে করোনায় আক্রান্তদের মধ্যে বেশিরভাগই অভিবাসী শ্রমিক। তারা বিভিন্ন ডরমিটোরিতে থাকেন। ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে যে, দেশটির মাত্র ১০ জন নাগরিক বা স্থানীয় বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছে।

আক্রান্তদের মধ্যে বাকিরা সবাই দেশটির অভিবাসী শ্রমিক। ডরমেটরিতে এক রুমে অনেক অভিবাসী একসঙ্গে থাকেন। ফলে সেখানে দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ছে। ফলে আতঙ্কে দিন কাটাচ্ছেন অভিবাসী শ্রমিকরা। দেশটিতে বর্তমানে প্রায় ৩ লাখ ২৩ হাজার অভিবাসী শ্রমিক বসবাস করেন।

সিঙ্গাপুরে বসবাসরত অনেক বাংলাদেশি কর্মীও করোনায় আক্রান্ত হয়েছেন। ইতোমধ্যে অনেক কর্মী কাজ হারিয়েন। আবার কবে তারা কাজে ফিরতে পারবেন তাও নিশ্চিত নয়।

singapore-2.jpg

এদিকে, আগামী ৫ মে থেকে সিঙ্গাপুরে লকডাউন শিথিলের ঘোষণা দেওয়া হয়েছে। এর এক সপ্তাহ পর থেকে সেলুন, লন্ড্রি ও গৃহ-ভিত্তিক ব্যবসাপ্রতিষ্ঠানগুলো ফের চালু হবে।

বাইরে হাঁটাচলা-ব্যায়ামের ওপর থেকেও বিধি-নিষেধ তুলে নেয়া হচ্ছে। তবে জিম-সুইমিংপুল বন্ধই থাকবে। এছাড়া, ১৯ মে থেকে কিছু স্কুলও ফের খুলে দেয়া হচ্ছে। সেক্ষেত্রে শিক্ষার্থীদের ছোট ছোট দলে ভাগ করে পাঠদান করা হবে।

সিঙ্গাপুরে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১৭ জন। তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ১ হাজার ৩৪৭ জন। তবে ২৪ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।