জার্মানিতে ৬ সপ্তাহে মৃত্যু সর্বনিম্ন  

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:১৬ পিএম, ০৪ মে ২০২০

 

গত ৬ সপ্তাহের মধ্যে জার্মানিতে মৃত্যু কমেছে। সোমবারের সর্বশেষ তথ্য অনুযায়ী, একদিনের হিসাবে মৃত্যুর সংখ্যা আগের দিনগুলোর তুলনায় কমতে দেখা গেছে। গত ২৫ মার্চের পর দেশটিতে প্রথমবার মৃত্যুর সংখ্যা সর্বনিম্ন অবস্থানে আছে। দেশটির রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র এ তথ্য নিশ্চিত করেছে। 

দেশটির সংক্রামক রোগ বিষয়ক সংস্থা রবার্ট কোচ ইন্সটিটিউটের তথ্য অনুযায়ী, রোববার থেকে সোমবারের মধ্যে দেশটিতে নতুন করে কোভিড-১৯য়ে আক্রান্ত হয়ে মারা গেছে ৪৩ জন। 

ফলে দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৬ হাজার ৬৯২ জন। দেশটিতে প্রাণঘাতী করোনায় আক্রান্তের সংখ্যাও কমতে শুরু করেছে। নতুন করে সেখানে আক্রান্ত হয়েছে ৬৭৯ জন। 

jagonews24

গত ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থ হয়ে উঠেছে ২ হাজার ২শ জন। এদিকে, দেশের অর্থনীতি সচলের বিষয়ে আগামী বুধবার বিভিন্ন রাজ্যের গভর্নরের সঙ্গে বৈঠক করার কথা দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের। 

এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। এই তালিকায় জার্মানির অবস্থান ৬ষ্ঠ। ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৫ হাজার ৬৬৪।

ওই পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৬ হাজার ৮৬৬ জন। ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ১ লাখ ৩২ হাজার ৭শ জন। দেশটিতে করোনার অ্যাক্টিভ কেস ২৬ হাজার ৯৮টি। অপরদিকে ১ হাজার ৯৭৯ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক। 

টিটিএন/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।