দোকান খুলতেই ভারতে মদ বিক্রির রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫০ এএম, ০৬ মে ২০২০

করোনাভাইরাস মহামারির কারণে গত ২৫ মার্চ থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে গোটা ভারতে। তখন থেকে বন্ধ ছিল সবধরনের মদের দোকানও। আর তাতেই যেন নাভিশ্বাস উঠে গেছে সুরাপ্রেমীদের। সোমবার কিছু এলাকায় মদের দোকান খোলার অনুমতি দিতেই হুমড়ি খেয়ে পড়েছেন তারা। সামাজিক দূরত্বের বালাই নেই, একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কি-মারামারি করে লাইন ধরে মদ কিনতে দেখা গেছে দোকানগুলোতে। আর তাতেই একদিনে মদ বিক্রির নতুন রেকর্ড গড়েছে ভারত।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, প্রায় দেড় মাস পর কিছু নির্ধারিত এলাকায় মদের দোকান খোলার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। কোথাও চার ঘণ্টা, কোথাও ছয় ঘণ্টা মদ বিক্রির অনুমতি ছিল। এর মধ্যে চাপানো হয় বাড়তি রাজস্বও। তা সত্বেও মদ বিক্রির হিসাব চমকে দেয়ার মতো। এ থেকে বিপুল রাজস্ব জমা পড়েছে রাজ্যগুলোর কোষাগারে।

প্রথমদিনে মদ বিক্রি থেকে পশ্চিমবঙ্গের আয় হয়েছে ৪০ কোটি রুপি, কর্ণাটকের ৪৫ কোটি, রাজস্থানের ৫৯ কোটি , অন্ধ্রপ্রদেশের আয় ৬৮ কোটি৷ তবে এক্ষত্রে সবাইকে ছাপিয়ে গেছে উত্তরপ্রদেশ। একদিনে মদ বিক্রি থেকে প্রায় ১০০ কোটি রুপি আয় করেছে রাজ্যটি৷

india-1

এদিকে, মঙ্গলবার থেকে মদ বিক্রিতে ৭০ শতাংশ ‘করোনা কর’ আরোপ করেছে দিল্লি সরকার। রাজ্যটির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, লকডাউনের কারণে সরকারের আয় গত বছরের তুলনায় এ বছর অনেকটা কমেছে। সেদিক থেকে মদের ওপর ৭০ শতাংশ অতিরিক্ত কর থেকে রাজস্ব বাড়বে অনেকটাই।

জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, ভারতে এ পর্যন্ত ৪৯ হাজার ৪০০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১ হাজার ৬৯৩ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ১৪ হাজার ১৪২ জন।

সূত্র: হিন্দুস্তান টাইমস, নিউজ১৮

কেএএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।