পাকিস্তানে আক্রান্ত ২৪ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৩৩ এএম, ০৭ মে ২০২০

পাকিস্তানে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছেই। দেশটিতে ইতোমধ্যেই আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়ে গেছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার আরও ১ হাজার ৫২৩ জনের দেহে করোনার উপস্থিতি ধরা পড়েছে। ফলে এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৭৩।

অপরদিকে গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। ফলে এখন পর্যন্ত পাকিস্তানে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৫৬৪ জন।

দেশটিতে ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৬ হাজার ৪৬৪ জন। পাকিস্তানে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ১৭ হাজার ৪৫। তবে ১১১ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

বুধবারের হিসাব অনুযায়ী, দেশটিতে ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ১ হাজার ১৬৫ এবং মারা গেছে ৩০ জন। তার আগের দিনের হিসাব অনুযায়ী, দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১ হাজার ১০৮ জন এবং মারা গেছে ৩৮ জন।

pakistan

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এখন পর্যন্ত বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে।

এদিকে, পাকিস্তানে প্রথমদিকে করোনায় আক্রান্তের সংখ্যা অনেক কম ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেখানেও আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। অপরদিকে, এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যুতে সব দেশের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।