ব্রাজিলের প্রেসিডেন্টের মুখপাত্র করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:০৪ এএম, ০৭ মে ২০২০

ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারোর কার্যালয়ের মুখপাত্র জেনারেল ওতাভিও সান্তানা দো রেগো ব্যারোস করোনায় আক্রান্ত হয়েছেন। তার কার্যালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গত সোমবার রেগো ব্যারোসের করোনা পজিটিভ ধরা পড়ে। তার টিম জানিয়েছে, মঙ্গলবার তার করোনা পরীক্ষার ফলাফল আবারও নিশ্চিত করা হয়েছে।

বর্তমানে তিনি তার বাড়িতেই আছেন। ওই বিবৃতিতে বলা হয়েছে, করোনা পজিটিভ হলেও রেগো ব্যারোসের দেহে উদ্বেগজনক কোনো লক্ষণ দেখা যায়নি।

এদিকে, ব্রাজিলে এখন পর্যন্ত প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১ লাখ ২৬ হাজার ৬১১ জন এবং মারা গেছে ৮ হাজার ৫৮৮ জন।

দেশটিতে ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৫১ হাজার ৩৭০ জন। বর্তমানে অ্যাক্টিভ কেস ৬৬ হাজার ৬৫৩টি। অপরদিকে ৮ হাজার ৩১৮ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে করোনায় আক্রান্তের সংখ্যায় শীর্ষে রয়েছে ব্রাজিল। এমনকি আক্রান্তে ইরান ও চীনকেও ছাড়িয়ে গেছে দেশটি। গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১০ হাজার ৫০৩ জন এবং মারা গেছে ৬১৫ জন।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।