দুই মাস পর লেবাননের মসজিদে জুমার নামাজ
করোনাভাইরাস মহামারির কারণে গত ২১ ফেব্রুয়ারি থেকে লকডাউন চলছে লেবাননে। সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ১৫ মার্চ থেকে সব মসজিদ বন্ধ ঘোষণা করে মধ্যপ্রাচ্যের দেশটি। তবে সম্প্রতি এ নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করেছে কর্তৃপক্ষ। শুক্রবার থেকে লেবাননের মসজিদগুলোতে ফের শুরু হয়েছে জুমার নামাজ।
গত বুধবার লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দেন, লকডাউন শিথিল করায় এখন থেকে দেশটির সব মসজিদে জুমার নামাজ ও রোববার চার্চগুলোতে প্রার্থনা করা যাবে। তবে ধারণক্ষমতার ৩০ শতাংশের বেশি লোক প্রবেশ করতে পারবে না এবং প্রার্থনার সময় পর্যাপ্ত সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
এ ঘোষণার পর শুক্রবার জুমার নামাজের খুলে দেয়া হয়েছিল লেবাননের মসজিদগুলো। এদিন বৈরুতের বিখ্যাত আল-আমিন মসজিদে নামাজ আদায় করেছেন কয়েক ডজন মুসল্লি। এর জন্য অবশ্য তাদের মুখে মাস্ক পরা, ব্যক্তিগত জায়নামাজ নিয়ে যাওয়াসহ নামাজে দাঁড়ানোর সময় সামাজিক দূরত্ব বজায় রাখতে হয়েছে।
সরকারি হিসাবমতে, লেবাননে এ পর্যন্ত ৭৯৬ জনের শরীরে ধরা পড়েছে নভেল করোনাভাইরাস। মারা গেছেন অন্তত ২৬ জন।
শুক্রবার লেবাননের শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ২৮ মে থেকে দেশটির সব শিক্ষাপ্রতিষ্ঠানও ফের চালু হচ্ছে।
সূত্র: আল জাজিরা, আনাদোলু এজেন্সি
কেএএ/পিআর