করোনায় ১০ হাজারের বেশি প্রাণহানি ব্রাজিলে

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৮ এএম, ১০ মে ২০২০

ব্রাজিলে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছেই। দেশটিতে ইতোমধ্যেই করোনায় প্রাণহানি ১০ হাজার ছাড়িয়ে গেছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে, এখন পর্যন্ত সেখানে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে কমপক্ষে ১০ হাজার ৬২৭ জন।

গত কয়েকদিনে প্রায় প্রতিদিনই ১০ হাজারের বেশি মানুষ নতুন করে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬১ জন।

এদিকে, ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১০ হাজার ৬৫৬ জন। ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৬১ হাজার ৬৮৫ জন।

brazil-2

দেশটিতে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ৮৩ হাজার ৭২০টি। অপরদিকে ৮ হাজার ৩১৮ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।
৯ তারিখের হিসাব অনুযায়ী, দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ১০ হাজার ১৬৯ এবং মারা গেছে ৬৬৪ জন।

তার আগের দিনের হিসাব অনুযায়ী, প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ১৯৯ এবং মৃত্যু হয়েছে ৮০৪ জনের। লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে ব্রাজিলেই করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি।

এমনকি আক্রান্ত ও মৃত্যুতে তুরস্ক, ইরান, চীনকেও ছাড়িয়ে গেছে ব্রাজিল। বর্তমানে করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এই তালিকায় ব্রাজিলের অবস্থান ৮ম।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।