উহানে টানা ৩৭ দিন পর ফের করোনা সংক্রমণ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৩৩ পিএম, ১০ মে ২০২০

গত ২৪ ঘণ্টায় চীনে নতুন করে ১৪ জনের শরীরে নভেল করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে একজন শনাক্ত হয়েছেন ভাইরাসটির উৎসস্থল উহানে। শহরটিতে গত ৩ এপ্রিলের পর এটাই প্রথম রোগী শনাক্তের ঘটনা।

রোববার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, নতুন শনাক্ত রোগীদের মধ্যে ১১ জনই জিলিন প্রদেশের শুলান শহরের, একজন উহানের আর বাকি দু’জন বহিরাগত।

রোববার থেকে শুলানে করোনা সংক্রমণের ঝুঁকির সতর্কতা উচ্চ থেকে মাঝারি পর্যায়ে নামিয়ে এনেছে শহর কর্তৃপক্ষ। গত ৭ মে সেখানে এক নারীর শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। নতুন আক্রান্ত ১১ জনই ওই নারীর পরিবারের সদস্য বা তাদের সংস্পর্শে আসা ব্যক্তি।

চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় আর কেউ মারা যায়নি। ফলে মৃতের সংখ্যা ৪ হাজার ৬৩৩ জনই রয়েছে। এছাড়া মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮২ হাজার ৯০১ জন।

সূত্র: রয়টার্স

কেএএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।